'বড়লোক' হওয়ার জন্য কী করতে হবে...? 'মিডল ক্লাসরা' কী করে হবেন 'ধনী'? শুনলেই চমকাবেন 'উত্তরে'!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
How to Become Rich: ধনী হওয়ার কিন্তু কোনও সহজ পথ নেই। তবে জানতে হবে সঠিক নিয়ম। এর জন্য অবশ্যই আপনার কঠোর পরিশ্রম এবং ধৈর্যের প্রয়োজন। বিশেষজ্ঞরা এক্ষেত্রে তাঁদের পরামর্শে বার বারই বলেন, ধনী হতে হলে, মধ্যবিত্তকে শুধু করতে হবে একটি মাত্র কাজ। কী সেই কাজটি জানেন?
advertisement
advertisement
advertisement
মনে রাখবেন, আপনার 'স্যালারি' অপ্রয়োজনীয় জিনিসে খরচ করার পরিবর্তে, সঞ্চয় এবং বিনিয়োগের উপর দিন মনোযোগ। এবার 'ধনী' হওয়ার উপায় নিয়ে ঠিক এমনই পরামর্শ দিয়েছেন জেরোধার সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও নীতিন কামাথ। কামাত তাঁর পরামর্শে বিনিয়োগকারীদের বলেন যে 'মধ্যবিত্ত ফাঁদ' মানুষকে এমনভাবে আটকে রাখে যে এর থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে পড়ে। Representative Image
advertisement
advertisement
advertisement
মধ্যবিত্তদের ফাঁদ কী?
কামাত তার পুরনো হ্যান্ডেলে 'Zero1byZerodha'-এর একটি ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিওতে প্রতীক সিং ব্যাখ্যা করেছেন যে কীভাবে মানুষ ফেঁসে যায়, 'কঠোর পরিশ্রম কর, চাকরি কর, ঋণ নাও, বাড়ি কেন, এবং জাঁকজমকপূর্ণ জিনিসের পিছনে টাকা খরচ কর'-এই একটি চক্রের ফাঁদে আটকা পড়ে যায়। Representative Image
কামাত তার পুরনো হ্যান্ডেলে 'Zero1byZerodha'-এর একটি ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিওতে প্রতীক সিং ব্যাখ্যা করেছেন যে কীভাবে মানুষ ফেঁসে যায়, 'কঠোর পরিশ্রম কর, চাকরি কর, ঋণ নাও, বাড়ি কেন, এবং জাঁকজমকপূর্ণ জিনিসের পিছনে টাকা খরচ কর'-এই একটি চক্রের ফাঁদে আটকা পড়ে যায়। Representative Image
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement