Hilsha Fish: এবার পুজোয় ইলিশ দিয়েই হবে বাঙালির রসনা তৃপ্তি! ইলিশ নিয়ে যা বলছেন মাছ বিক্রেতারা
- Reported by:Sarthak Pandit
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Hilsha Fish: এবার পুজোয় ইলিশ দিয়েই হবে বাঙালির রসনা তৃপ্তি! ইলিশ নিয়ে যা বলছেন মাছ বিক্রেতারা
: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। আর এই দুর্গা পুজো মানেই বাঙালির রকমারি সুস্বাদু খাবারের সম্ভার। তবে সেই খাবারের মধ্যে ইলিশ থাকবে না এটা তো হতে পারে না। তাই এখন থেকেই বাঙালির ইলিশ নিয়ে চিন্তা শুরু হয়ে গিয়েছে। বাজারে বর্তমানে ইলিশের যোগান কিছুটা কম রয়েছে। তাই এখন দাম কিছুটা ঊর্ধ্বমুখী হয়ে রয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
বাজারের এক ক্রেতা রমা মিত্র জানান, "প্রতিবছর পুজোর সময় বাড়িতে ইলিশ খাওয়ার চল রয়েছে। বাড়ির প্রত্যেক সদস্য ইলিশ মাছ দারুণ পছন্দ করে। তবে ইলিশের দাম যদি ২০০০ টাকা কিংবা তার নিচে থাকে। তবেই কেনা সম্ভব হবে ইলিশ। অন্যথায় এবার বিকল্প বেছে নিতে হবে। কারণ, যদি যোগান ঠিক না থাকে। তবে ইলিশের দাম পুজোয় বাড়বে এটা নিশ্চিত।"
advertisement
advertisement
যদিও ইলিশ মাছের যোগান নিয়ে আশাবাদী বাজারের অধিকাংশ মাছ বিক্রেতারা। তবুও ক্রেতাদের মনের ভয় দূর হচ্ছে না। তবে বাঙালির দুর্গা পুজোয় ইলিশের চাহিদা যে অনেকটাই বেড়ে উঠিবে এই বিষয় নিয়ে নিশ্চিত বাজারের অধিকাংশ বিক্রেতারা। তাই তাঁরা ইতিমধ্যেই ইলিশ মাছ স্টক করে রাখতে শুরু করেছেন। কয়েকদিনের মধ্যে আরও মাছ বাজারে আসতে চলেছে। Input- Sarthak Pandit






