Record Gold Price: সোনার দামে নতুন রেকর্ড, ৩ লাখ ছুঁই ছুঁই রুপোর দাম
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Record Gold and Silver Price: আন্তর্জাতিক বাজারের প্রভাব ও বাড়তি চাহিদার জেরে সোনার দামে তৈরি হয়েছে নতুন রেকর্ড। একইসঙ্গে রুপোর দামও দ্রুত বেড়ে ৩ লাখ টাকার গণ্ডির কাছাকাছি পৌঁছতে চলেছে।
সোনার বাজারে ফের বড় চমক। আন্তর্জাতিক বাজারের টানাপোড়েন, ডলার সূচকের ওঠানামা এবং কেন্দ্রীয় ব্যাঙ্কগুলোর লাগাতার সোনা কেনার প্রবণতার জেরে দেশে সোনার দামে তৈরি হয়েছে নতুন রেকর্ড। অন্যদিকে, রুপোর দামও কার্যত দৌড়ের উপর রয়েছে—বাজার বিশেষজ্ঞদের মতে, খুব শীঘ্রই রুপোর দাম ৩ লাখ টাকার গণ্ডি ছুঁতে পারে।
advertisement
গত কয়েক সপ্তাহ ধরেই সোনার দাম ধাপে ধাপে বাড়ছিল। বিনিয়োগকারীদের মধ্যে নিরাপদ সম্পদ (Safe Haven) হিসেবে সোনার চাহিদা বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে দামে। দেশে ২৪ ক্যারাট সোনার দাম প্রতি ১০ গ্রামে সর্বকালের উচ্চতায় পৌঁছেছে। বিভিন্ন শহরে দাম কিছুটা কম-বেশি হলেও সামগ্রিকভাবে সোনার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা স্পষ্ট।
advertisement
advertisement
advertisement
advertisement
বিনিয়োগকারীদের জন্য কী বার্তা?সোনা ও রুপোর এই দ্রুত মূল্যবৃদ্ধি বিনিয়োগকারীদের জন্য যেমন সুযোগ তৈরি করছে, তেমনই সতর্কতার বার্তাও দিচ্ছে। যারা দীর্ঘমেয়াদি বিনিয়োগের কথা ভাবছেন, তাঁদের জন্য ধাপে ধাপে বিনিয়োগ করা তুলনামূলকভাবে নিরাপদ হতে পারে। অন্যদিকে, স্বল্পমেয়াদি লাভের আশায় বিনিয়োগ করলে ঝুঁকি বাড়তে পারে বলে মত বিশেষজ্ঞদের।
advertisement
advertisement
advertisement









