Gold : ঘরে এর থেকে বেশি সোনা রাখলে কিন্তু জেল পর্যন্ত হতে পারে, তাই আগেভাগে জেনে রাখুন সোনা রাখার সর্বোচ্চ সীমা
- Written by:Trending Desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Gold Jewellery: এখানেই শেষ নয়, অনেকে আবার নিজেদের বাড়িতে সোনা রাখতে পছন্দ করেন। কিন্তু মূল্যবান ধাতু সোনা ঘরে রাখার ক্ষেত্রে সরকারের তৈরি কিছু নিয়ম মেনে চলা আবশ্যক।
মূল্যবান ধাতুগুলির মধ্যে অন্যতম হল সোনা। যার দাম সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলেছে। আসলে ভারতে কোনও উৎসব-পার্বণে সোনা কেনাকে অত্যন্ত শুভ বলেও গণ্য করা হয়। ফলে বিবাহ হোক কিংবা পুজো- যে কোনও অনুষ্ঠানে ভারতীয়রা গয়না কিংবা কয়েনের আকারে সোনা কিনে থাকেন। এখানেই শেষ নয়, অনেকে আবার নিজেদের বাড়িতে সোনা রাখতে পছন্দ করেন। কিন্তু মূল্যবান ধাতু সোনা ঘরে রাখার ক্ষেত্রে সরকারের তৈরি কিছু নিয়ম মেনে চলা আবশ্যক।
advertisement
২০২২ সালে সোনা আমদানির ক্ষেত্রে বিশ্বে চতুর্থ স্থানে ছিল ভারত। কিন্তু একজন ভারতীয় আইন অনুযায়ী কত পরিমাণ সোনা নিজের কাছে রাখতে পারেন, সেটাই আজকের প্রতিবেদন থেকে জেনে নেওয়া যাক। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি)-র নিয়মের মধ্যে অন্যতম হল- সোনার গয়না অথবা সোনা রাখার নির্দিষ্ট সীমার মধ্যে যদি তা রাখা হয়, তাহলে বাড়িতে তল্লাশি অভিযানের সময় সেটা বাজেয়াপ্ত করা যাবে না।
advertisement
advertisement
advertisement
এটাও মনে রাখতে হবে যে, সোনা মজুত রাখার ক্ষেত্রে কোনও কর না-ও লাগতে পারে। আবার যদি কোনও এক জন ব্যক্তি যদি কৃষিকাজের মাধ্যমে হওয়া আয়ের মতো ছাড়প্রাপ্ত আয় দিয়ে সোনা কেনেন, তা-হলে সেটা করের অধীনে পড়বে না। অন্যদিকে আবার যুক্তিসঙ্গত ঘরোয়া সঞ্চয় থেকে ক্রয় করা সোনা কিংবা উত্তরাধিকার সূত্রে পাওয়া সোনাও করের আওতায় আসবে না। আর বৈধ আয়ের নথি থাকলে সোনা কেনার ক্ষেত্রে কোনও সীমা থাকে না।
advertisement






