PAN Card: ৫০ টাকায় QR দেওয়া নতুন 'Pan Card', কোথায় কীভাবে আবেদন করবেন? কতদিনে হাতে পাবেন? জরুরি আপডেট এক ক্লিকে

Last Updated:
PAN 2.0 Card: এই প্যান কার্ড আরও সুরক্ষিত, আধুনিক এবং তথ্য যাচাইয়ের জন্য সুবিধাজনক। চলুন আজকের এই প্রতিবেদনে জেনে নিই কীভাবে বাড়িতে বসেই অনলাইনে আবেদন করবেন এবং এই প্যান কার্ডের আওতায় কি কি সুবিধা পাবেন
1/7
*আপনার যদি পুরনো প্যান কার্ড হারিয়ে গিয়ে থাকে বা নতুন সুরক্ষিত ও আপডেটেড প্যান কার্ড চান, তাহলে এখন বাড়িতে বসেই মাত্র ৫০ টাকার বিনিময়ে আধুনিক কিউআর কোডযুক্ত প্যান কার্ড বানিয়ে নিতে পারবেন। হ্যাঁ ঠিকই শুনেছেন। কেন্দ্র সরকার প্যান ২.০ প্রকল্প চালু করেছে, যার মাধ্যমে আপনি আপনার পুরনো প্যান কার্ড পরিবর্তন করে নতুন কিউআর কোড যুক্ত প্যান কার্ড পাবেন। সংগৃহীত ছবি।
*আপনার যদি পুরনো প্যান কার্ড হারিয়ে গিয়ে থাকে বা নতুন সুরক্ষিত ও আপডেটেড প্যান কার্ড চান, তাহলে এখন বাড়িতে বসেই মাত্র ৫০ টাকার বিনিময়ে আধুনিক কিউআর কোডযুক্ত প্যান কার্ড বানিয়ে নিতে পারবেন। হ্যাঁ ঠিকই শুনেছেন। কেন্দ্র সরকার প্যান ২.০ প্রকল্প চালু করেছে, যার মাধ্যমে আপনি আপনার পুরনো প্যান কার্ড পরিবর্তন করে নতুন কিউআর কোড যুক্ত প্যান কার্ড পাবেন। সংগৃহীত ছবি।
advertisement
2/7
*এই প্যান কার্ড আরও সুরক্ষিত, আধুনিক এবং তথ্য যাচাইয়ের জন্য সুবিধাজনক। কীভাবে বাড়িতে বসেই অনলাইনে আবেদন করবেন এবং এই প্যান কার্ডের আওতায় কি কি সুবিধা পাবেন? জানুন... সংগৃহীত ছবি।
*এই প্যান কার্ড আরও সুরক্ষিত, আধুনিক এবং তথ্য যাচাইয়ের জন্য সুবিধাজনক। কীভাবে বাড়িতে বসেই অনলাইনে আবেদন করবেন এবং এই প্যান কার্ডের আওতায় কি কি সুবিধা পাবেন? জানুন... সংগৃহীত ছবি।
advertisement
3/7
*ডিজিটাল লেনদেনের সংখ্যা ক্রমশই বাড়ছে। আর এ কারণেই প্যান কার্ডের নিরাপত্তাও বাড়ছে। নতুন প্যান কার্ড ২.০-এর বৈশিষ্ট্য হল এটি কিউআর কোড যুক্ত, যা দ্রুত তথ্য যাচাই করতে সাহায্য করে থাকে। এতে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য যেমন- নাম, জন্ম তারিখ, পিতার নাম ইত্যাদি এনক্রিপ্টেড অবস্থায় সুরক্ষিত করা থাকে। সংগৃহীত ছবি।
*ডিজিটাল লেনদেনের সংখ্যা ক্রমশই বাড়ছে। আর এ কারণেই প্যান কার্ডের নিরাপত্তাও বাড়ছে। নতুন প্যান কার্ড ২.০-এর বৈশিষ্ট্য হল এটি কিউআর কোড যুক্ত, যা দ্রুত তথ্য যাচাই করতে সাহায্য করে থাকে। এতে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য যেমন- নাম, জন্ম তারিখ, পিতার নাম ইত্যাদি এনক্রিপ্টেড অবস্থায় সুরক্ষিত করা থাকে। সংগৃহীত ছবি।
advertisement
4/7
*যদি আপনার পুরনো প্যান কার্ড হারিয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয় অথবা তথ্য সংশোধন করার প্রয়োজন পড়ে তাহলে এই নতুন প্যান কার্ডের জন্যে আবেদন করাই সবথেকে বুদ্ধিমানের কাজ। সংগৃহীত ছবি।
*যদি আপনার পুরনো প্যান কার্ড হারিয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয় অথবা তথ্য সংশোধন করার প্রয়োজন পড়ে তাহলে এই নতুন প্যান কার্ডের জন্যে আবেদন করাই সবথেকে বুদ্ধিমানের কাজ। সংগৃহীত ছবি।
advertisement
5/7
*কেন্দ্র সরকার নতুন প্যান কার্ডের জন্য দুটি পোর্টাল চালু করেছে। Protean (NSDL) – (পূর্বে NSDL e-Governance নামে পরিচিত)। UTI Infrastructure Technology and Services Limited (UTIITSL)। আপনার পুরনো প্যান কার্ডের পিছনে দেখে নিন কোন সংস্থার মাধ্যমে কার্ডটি ইস্যু করা। এরপর সেই অনুযায়ী যে কোনও একটি পোর্টালে আবেদন করুন। সংগৃহীত ছবি।
*কেন্দ্র সরকার নতুন প্যান কার্ডের জন্য দুটি পোর্টাল চালু করেছে। Protean (NSDL) – (পূর্বে NSDL e-Governance নামে পরিচিত)। UTI Infrastructure Technology and Services Limited (UTIITSL)। আপনার পুরনো প্যান কার্ডের পিছনে দেখে নিন কোন সংস্থার মাধ্যমে কার্ডটি ইস্যু করা। এরপর সেই অনুযায়ী যে কোনও একটি পোর্টালে আবেদন করুন। সংগৃহীত ছবি।
advertisement
6/7
*NSDL থেকে কীভাবে আবেদন করবেন? NSDL থেকে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হলে প্রথমে, https://www.onlineservices.nsdl.com/paam/ReprintEPan.html ওয়েবসাইটে যান। এরপর আপনার প্রয়োজনীয় তথ্য যেমন- প্যান নাম্বার, আধার নাম্বার, জন্মতারিখ ইত্যাদি লিখুন। তারপর নির্দিষ্ট টিক বক্স চেক করে ‘Submit’ অপশনে ক্লিক করুন। এরপর নতুন পেজে গিয়ে আপনার আপডেট করা তথ্য যাচাই করুন। এরপর আপনার মোবাইলে একটি OTP আসবে। আপনি চাইলে মোবাইল বা ইমেইলয়ের মাধ্যমে OTP পেতে পারেন। এরপর ৫০ টাকা ফি পরিশোধ করতে হবে। এরপর ‘Submit’-এ ক্লিক করুন। ফিস পেমেন্ট করার পর Acknowledgment Receipt পাবেন। এরপর ২৪ ঘণ্টার মধ্যে আপনি NSDL-এর ওয়েবসাইট থেকে ই-প্যান ডাউনলোড করতে পারবেন। ১৫ থেকে ২০ দিনের মধ্যে আপনার ফিজিক্যাল ঠিকানায় প্যান কার্ড পাঠিয়ে দেওয়া হবে। সংগৃহীত ছবি।
*NSDL থেকে কীভাবে আবেদন করবেন? NSDL থেকে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হলে প্রথমে, https://www.onlineservices.nsdl.com/paam/ReprintEPan.html ওয়েবসাইটে যান। এরপর আপনার প্রয়োজনীয় তথ্য যেমন- প্যান নাম্বার, আধার নাম্বার, জন্মতারিখ ইত্যাদি লিখুন। তারপর নির্দিষ্ট টিক বক্স চেক করে ‘Submit’ অপশনে ক্লিক করুন। এরপর নতুন পেজে গিয়ে আপনার আপডেট করা তথ্য যাচাই করুন। এরপর আপনার মোবাইলে একটি OTP আসবে। আপনি চাইলে মোবাইল বা ইমেইলয়ের মাধ্যমে OTP পেতে পারেন। এরপর ৫০ টাকা ফি পরিশোধ করতে হবে। এরপর ‘Submit’-এ ক্লিক করুন। ফিস পেমেন্ট করার পর Acknowledgment Receipt পাবেন। এরপর ২৪ ঘণ্টার মধ্যে আপনি NSDL-এর ওয়েবসাইট থেকে ই-প্যান ডাউনলোড করতে পারবেন। ১৫ থেকে ২০ দিনের মধ্যে আপনার ফিজিক্যাল ঠিকানায় প্যান কার্ড পাঠিয়ে দেওয়া হবে। সংগৃহীত ছবি।
advertisement
7/7
*যাদের প্যান কার্ড UTIITSL-এর মাধ্যমে ইস্যু করা রয়েছে তাদের প্রথমে https://www.pan.utiitsl.com/reprint.html অফিশিয়াল ওয়েবসাইটে যান। এরপর ‘Reprint PAN Card’ অপশনে ক্লিক করুন। এরপর নতুন পেজে প্যান নাম্বার, জন্ম তারিখ এবং ক্যাপচা কোড সাবমিট করুন। এরপর OTP ভেরিফিকেশন এবং ৫০ টাকা ফি পরিশোধ করুন। ২৪ ঘণ্টা পর আপনার ই-প্যান ডাউনলোড করা যাবে এবং ফিজিক্যাল প্যান কার্ড ১৫ থেকে ২০ দিনের মধ্যে আপনার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। এখন প্যান কার্ড এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট হয়ে উঠেছে। তাই আজই দেরি না করে প্যান ২.০ কার্ডের জন্য আবেদন করুন। সংগৃহীত ছবি।
*যাদের প্যান কার্ড UTIITSL-এর মাধ্যমে ইস্যু করা রয়েছে তাদের প্রথমে https://www.pan.utiitsl.com/reprint.html অফিশিয়াল ওয়েবসাইটে যান। এরপর ‘Reprint PAN Card’ অপশনে ক্লিক করুন। এরপর নতুন পেজে প্যান নাম্বার, জন্ম তারিখ এবং ক্যাপচা কোড সাবমিট করুন। এরপর OTP ভেরিফিকেশন এবং ৫০ টাকা ফি পরিশোধ করুন। ২৪ ঘণ্টা পর আপনার ই-প্যান ডাউনলোড করা যাবে এবং ফিজিক্যাল প্যান কার্ড ১৫ থেকে ২০ দিনের মধ্যে আপনার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। এখন প্যান কার্ড এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট হয়ে উঠেছে। তাই আজই দেরি না করে প্যান ২.০ কার্ডের জন্য আবেদন করুন। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement