Mustard Oil Price: রান্নাঘরে বড় খবর! মধ্যবিত্তের সংসারে অন্তহীন খুশি! লিটার প্রতি সস্তা সর্ষের তেলের দাম

Last Updated:
Mustard Oil Price: ফের বড় খবর স্বস্তিতে মধ্যবিত্ত, ভোজ্য তেলের দাম সস্তা হয়েছে
1/9
মধ্যবিত্তের জন্য অত্যন্ত বিরাট খবর কেননা ৷ ভোজ্য তেলের দাম কমেছে কিলো প্রতি কমেছে বিশেষত সরষের তেলের দাম কমেছে ৷ প্রতীকী ছবি ৷
মধ্যবিত্তের জন্য অত্যন্ত বিরাট খবর কেননা ৷ ভোজ্য তেলের দাম কমেছে কিলো প্রতি কমেছে বিশেষত সরষের তেলের দাম কমেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/9
দিল্লিতে তেল বা তৈলবীজের পামতেলের দামে পতন এসেছে ৷ বিশেষজ্ঞদের মতে বেশ কিছু প্ল্যান অফ অ্যাকশনের মধ্যে অন্যতম সয়াবিনের তেলের দাম সস্তা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
দিল্লিতে তেল বা তৈলবীজের পামতেলের দামে পতন এসেছে ৷ বিশেষজ্ঞদের মতে বেশ কিছু প্ল্যান অফ অ্যাকশনের মধ্যে অন্যতম সয়াবিনের তেলের দাম সস্তা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/9
বিগত বছরে অগাস্টে সয়াবিনের দাম ১০,০০০ টাকা কুইণ্টাল প্রতি বিক্রি হচ্ছিল ৷ সেটা হয়ে দাঁড়িয়েছে ৫,৫০০-৫,৬০০ টাকায় বিক্রি হচ্ছে ৷ এই ন্যূনতম মূল্য নির্ধারিত, গত বছরের দামের থেকে এই বছরের দামের থেকে কম ৷ প্রতীকী ছবি ৷
বিগত বছরে অগাস্টে সয়াবিনের দাম ১০,০০০ টাকা কুইণ্টাল প্রতি বিক্রি হচ্ছিল ৷ সেটা হয়ে দাঁড়িয়েছে ৫,৫০০-৫,৬০০ টাকায় বিক্রি হচ্ছে ৷ এই ন্যূনতম মূল্য নির্ধারিত, গত বছরের দামের থেকে এই বছরের দামের থেকে কম ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/9
সূত্রের খবর সয়াবিনের থেকে পামতেলের দাম সস্তা হলে রিফাইনের দামে পরিবর্তন হলে প্রভাবিত হয় ৷ এর কারণে সমীক্ষাধীন সপ্তাহে দিল্লি ও ইনদওরে তেলের দাম সস্তা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
সূত্রের খবর সয়াবিনের থেকে পামতেলের দাম সস্তা হলে রিফাইনের দামে পরিবর্তন হলে প্রভাবিত হয় ৷ এর কারণে সমীক্ষাধীন সপ্তাহে দিল্লি ও ইনদওরে তেলের দাম সস্তা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/9
বাদামের নতুন ফলসের ফলে দামে পরিবর্তন বা পতন আসতে পারে বলেই জানতে পারা গিয়েছে ৷ গত সপ্তাহ অর্থাৎ শুক্রবারে সরষের দাম ৫০ টাকা বেড়ে ৭,৪৭৫ টাকা থেকে বেড়ে ৭,৫২৫ টাকায় বন্ধ হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
বাদামের নতুন ফলসের ফলে দামে পরিবর্তন বা পতন আসতে পারে বলেই জানতে পারা গিয়েছে ৷ গত সপ্তাহ অর্থাৎ শুক্রবারে সরষের দাম ৫০ টাকা বেড়ে ৭,৪৭৫ টাকা থেকে বেড়ে ৭,৫২৫ টাকায় বন্ধ হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/9
সমীক্ষাধীন সপ্তাহে সরষের দাম ৫০ টাকা বেড়ে ১৫,৪০০ টাকা হয়েছে ৷ সরষের কাচ্চি ঘানি বা পাকা ঘানির তেলের দামও ক্রমশ ১০ টাকা করে বৃদ্ধি পেয়ে ২,৩৪০-২,৩৭০ টাকা ও ২,৪১০-২,৫২৫ টাকা (টিন) ১৫ কেজিতে বন্ধ হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
সমীক্ষাধীন সপ্তাহে সরষের দাম ৫০ টাকা বেড়ে ১৫,৪০০ টাকা হয়েছে ৷ সরষের কাচ্চি ঘানি বা পাকা ঘানির তেলের দামও ক্রমশ ১০ টাকা করে বৃদ্ধি পেয়ে ২,৩৪০-২,৩৭০ টাকা ও ২,৪১০-২,৫২৫ টাকা (টিন) ১৫ কেজিতে বন্ধ হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/9
সমীক্ষাধীন সপ্তাহে সয়াবিন ও খুচরো দাম ৩০০ টাকা ও ২৫০ টাকা শুধরাতে পারে ৷ ৫,৮০০-৫,৯০০ টাকা থেকে বন্ধ হয়েছে ৫,৬১০ টাকা ৫,৬৬০ টাকা ৷ সয়াবিনের দাম ইনদওরে দাম ৫০ টাকা কমেছে ৷ ১৪,৮০০ টাকা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
সমীক্ষাধীন সপ্তাহে সয়াবিন ও খুচরো দাম ৩০০ টাকা ও ২৫০ টাকা শুধরাতে পারে ৷ ৫,৮০০-৫,৯০০ টাকা থেকে বন্ধ হয়েছে ৫,৬১০ টাকা ৫,৬৬০ টাকা ৷ সয়াবিনের দাম ইনদওরে দাম ৫০ টাকা কমেছে ৷ ১৪,৮০০ টাকা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/9
সমীক্ষাধীন সপ্তাহে বাদামের দাম সস্তা হয়েছে ৷ ৯০ টাকা হয়েছে ৬,৮১০-৬,৮৭০ টাকা হয়েছে ৷ তার আগের সপ্তাহে ৩৮০ টাকা সস্তা হয়ে ১৫,৬২০ টাকা হয়েছে প্রতি ক্যুইণ্টাল ৷ প্রতীকী ছবি ৷
সমীক্ষাধীন সপ্তাহে বাদামের দাম সস্তা হয়েছে ৷ ৯০ টাকা হয়েছে ৬,৮১০-৬,৮৭০ টাকা হয়েছে ৷ তার আগের সপ্তাহে ৩৮০ টাকা সস্তা হয়ে ১৫,৬২০ টাকা হয়েছে প্রতি ক্যুইণ্টাল ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/9
রিফাইনড সলভেন্ট বাদামের দাম ৫৫ টাকা কমে হয়েছে ২,৫২০-২,৭৮০ টাকা প্রতি টিন ৷ এই দামেই বাজার বন্ধ হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
রিফাইনড সলভেন্ট বাদামের দাম ৫৫ টাকা কমে হয়েছে ২,৫২০-২,৭৮০ টাকা প্রতি টিন ৷ এই দামেই বাজার বন্ধ হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement