গ্রাহকদের মালামাল করছে HDFC, পাওয়া যাচ্ছে ধামাকা রিটার্ন; দেখে নিন কীভাবে
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
কেউ যদি HDFC ব্যাঙ্কের গ্রাহক হন, তবে এই খবর তাঁর জন্য বিশেষ হতে পারে।
কেউ যদি HDFC ব্যাঙ্কের গ্রাহক হন, তবে এই খবর তাঁর জন্য বিশেষ হতে পারে। কারণ HDFC ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে। এই নতুন বর্ধিত হারগুলিও আজ থেকে কার্যকর হয়েছে। এর অধীনে HDFC ব্যাঙ্কের এফডি করা গ্রাহকরা ৭.৭৫ শতাংশ পর্যন্ত সুদের হার পেয়েছেন। এক নজরে দেখে নেওয়া যাক HDFC ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে কত পরিমাণে সুদ পাওয়া যাচ্ছে।
advertisement
HDFC ব্যাঙ্ক ২ কোটি টাকার কম FD-তে সুদ বাড়িয়েছে -HDFC ব্যাঙ্ক সেই সমস্ত গ্রাহকদের বর্ধিত সুদের হারের আকারে একটি উপহার দিচ্ছে, যাঁরা ২ কোটি টাকার কম FD করছেন। HDFC ব্যাঙ্ক তার FD হার ০.২৫ শতাংশ বা ২৫ শতাংশ পয়েন্ট বাড়িয়েছে। ৯ শতাংশের এই হারগুলি আজ ২০২৪ থেকে কার্যকর হয়েছে এবং HDFC ব্যাঙ্ক তার ওয়েবসাইটে এই তথ্য পোস্ট করেছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে, আমানতকারীরা এই ব্যাঙ্কে ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত বিভিন্ন সুদের হারে টাকা জমা করে। HDFC ব্যাঙ্ক ৭ দিন থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিটে ৩.৫ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে৷ ব্যাঙ্ক ১৮ মাস থেকে ২১ মাসের কম মেয়াদের FD-এর সুদের হার ২৫ bps বাড়িয়েছে, যা ৭ শতাংশ থেকে বাড়িয়ে ৭.২৫ শতাংশ করা হয়েছে।