Best LIC Plan For You: LIC-এর এই স্কিমে সবচেয়ে বেশি রিটার্ন! কোনটি আপনার জন্য সেরা হবে, জেনে নিন

Last Updated:
Best LIC Plan For You: হাজার রকমের পলিসিও রয়েছে। শিশু, মহিলা থেকে শুরু করে প্রবীণ, সব ধরণের মানুষের কথা মাথায় রেখে চালু রয়েছে স্কিম।
1/6
এলআইসি মূলত জীবন বিমা। তবেই শুধু জীবন বিমার মধ্যেই এলআইসি সীমাবদ্ধ নয়। এখানে বিনিয়োগ করে ভাল রিটার্নও পাওয়া যায়। বিশেষ করে দীর্ঘমেয়াদে। জীবন বিমার পাশাপাশি বাড়তি রিটার্নই এলআইসি-এর ইউএসপি। বিশেষ করে, যাঁরা নিরাপদ বিনিয়োগ চান এবং দীর্ঘমেয়াদে ভাল রিটার্ন আশা করেন, তাঁদের জন্য এলআইসির বিভিন্ন স্কিম আদর্শ।
এলআইসি মূলত জীবন বিমা। তবেই শুধু জীবন বিমার মধ্যেই এলআইসি সীমাবদ্ধ নয়। এখানে বিনিয়োগ করে ভাল রিটার্নও পাওয়া যায়। বিশেষ করে দীর্ঘমেয়াদে। জীবন বিমার পাশাপাশি বাড়তি রিটার্নই এলআইসি-এর ইউএসপি। বিশেষ করে, যাঁরা নিরাপদ বিনিয়োগ চান এবং দীর্ঘমেয়াদে ভাল রিটার্ন আশা করেন, তাঁদের জন্য এলআইসির বিভিন্ন স্কিম আদর্শ।
advertisement
2/6
হাজার রকমের পলিসিও রয়েছে। শিশু, মহিলা থেকে শুরু করে প্রবীণ, সব ধরণের মানুষের কথা মাথায় রেখে চালু রয়েছে স্কিম। বিনিয়োগের দিক থেকে দেখলেও এসব স্কিম বেশ লাভজনক। দীর্ঘমেয়াদে বিনিয়োগ সবসময়ই লাভজনক। এমনটাই বলেন আর্থিক বিশেষজ্ঞরা। এলআইসি-এর জীবন উমঙ্গ সে রকমই একটি স্কিম।
হাজার রকমের পলিসিও রয়েছে। শিশু, মহিলা থেকে শুরু করে প্রবীণ, সব ধরণের মানুষের কথা মাথায় রেখে চালু রয়েছে স্কিম। বিনিয়োগের দিক থেকে দেখলেও এসব স্কিম বেশ লাভজনক। দীর্ঘমেয়াদে বিনিয়োগ সবসময়ই লাভজনক। এমনটাই বলেন আর্থিক বিশেষজ্ঞরা। এলআইসি-এর জীবন উমঙ্গ সে রকমই একটি স্কিম।
advertisement
3/6
এলআইসি-এর যে সব স্কিম থেকে বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি রিটার্ন পান, তার মধ্যে ‘জীবন উমঙ্গ’ অন্যতম। মাত্র ১,৩০০ টাকা বিনিয়োগ করে ২৭.৬০ লাখ টাকা পর্যন্ত রিটার্ন পাওয়া যেতে পারে। পাশাপাশি এই পলিসিতে ১০০ বছর পর্যন্ত কভারেজের সুবিধাও পাওয়া যায়। 
এলআইসি-এর যে সব স্কিম থেকে বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি রিটার্ন পান, তার মধ্যে ‘জীবন উমঙ্গ’ অন্যতম। মাত্র ১,৩০০ টাকা বিনিয়োগ করে ২৭.৬০ লাখ টাকা পর্যন্ত রিটার্ন পাওয়া যেতে পারে। পাশাপাশি এই পলিসিতে ১০০ বছর পর্যন্ত কভারেজের সুবিধাও পাওয়া যায়।
advertisement
4/6
৩ বছর থেকে শুরু করে ৫৫ বছর বয়স পর্যন্ত যে কেউ জীবন উমঙ্গ পলিসিতে বিনিয়োগ করতে পারেন। ন্যূনতম ২ লাখ টাকার বিমা করানো বাধ্যতামূলক। প্রিমিয়াম পরিশোধের মেয়াদ ১৫,২০,২৫ এবং ৩০ বছর। গ্রাহক তাঁর সুবিধামতো মেয়াদ বেছে নিতে পারেন।এই পলিসিতে যদি কেউ ৩০ বছর টানা প্রতি মাসে ১,৩০২ টাকা বিনিয়োগ করেন, তাহলে বছরে তাঁর মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১৫,২৯৮ টাকা। একইভাবে ৩০ বছরে তিনি মোট ৪.৫৮ লাখ টাকা বিনিয়োগ করবেন।
৩ বছর থেকে শুরু করে ৫৫ বছর বয়স পর্যন্ত যে কেউ জীবন উমঙ্গ পলিসিতে বিনিয়োগ করতে পারেন। ন্যূনতম ২ লাখ টাকার বিমা করানো বাধ্যতামূলক। প্রিমিয়াম পরিশোধের মেয়াদ ১৫,২০,২৫ এবং ৩০ বছর। গ্রাহক তাঁর সুবিধামতো মেয়াদ বেছে নিতে পারেন।
এই পলিসিতে যদি কেউ ৩০ বছর টানা প্রতি মাসে ১,৩০২ টাকা বিনিয়োগ করেন, তাহলে বছরে তাঁর মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১৫,২৯৮ টাকা। একইভাবে ৩০ বছরে তিনি মোট ৪.৫৮ লাখ টাকা বিনিয়োগ করবেন।
advertisement
5/6
এই বিনিয়োগের বিপরীতে প্রতি বছর ৪০ হাজার টাকা রিটার্ন পাবেন গ্রাহক। অর্থাৎ ৩০ বছর বয়স থেকে ১০০ বছর পর্যন্ত তিনি মোট ২৭.৫ লাখ টাকা পাবেন। অনলাইনে বা এলআইসি এজেন্টের মাধ্যমে জীবন উমঙ্গ পলিসিতে বিনিয়োগ করা যায়।এই পলিসিতে বিনিয়োগ করা অর্থ সম্পূর্ণ কর-মুক্ত। আয়ের পাশাপাশি পরিবারকেও আর্থিক সুরক্ষা প্রদান করে। ভবিষ্যতের কথা মাথায় রেখে দেশের অনেক বিনিয়োগকারীই এলআইসি-এর এই স্কিমে বিনিয়োগ করেছেন।
এই বিনিয়োগের বিপরীতে প্রতি বছর ৪০ হাজার টাকা রিটার্ন পাবেন গ্রাহক। অর্থাৎ ৩০ বছর বয়স থেকে ১০০ বছর পর্যন্ত তিনি মোট ২৭.৫ লাখ টাকা পাবেন। অনলাইনে বা এলআইসি এজেন্টের মাধ্যমে জীবন উমঙ্গ পলিসিতে বিনিয়োগ করা যায়।
এই পলিসিতে বিনিয়োগ করা অর্থ সম্পূর্ণ কর-মুক্ত। আয়ের পাশাপাশি পরিবারকেও আর্থিক সুরক্ষা প্রদান করে। ভবিষ্যতের কথা মাথায় রেখে দেশের অনেক বিনিয়োগকারীই এলআইসি-এর এই স্কিমে বিনিয়োগ করেছেন।
advertisement
6/6
তবে শুধু জীবন উমঙ্গ নয়, গত কয়েক বছরে এলআইসি-এর জীবন আনন্দ ও জীবন শান্তি পলিসি-ও ব্যাপক রিটার্ন দিয়েছে। যাঁরা দীর্ঘমেয়াদে লাভজনক রিটার্ন পেতে চান, তাঁরা এই দুটি পলিসিতে বিনিয়োগের কথা ভাবতে পারেন। তবে বিনিয়োগ করার আগে বিভিন্ন পলিসির মধ্যে তুল্যমূল্য বিচার করেই সিদ্ধান্ত নেওয়া উচিত।
তবে শুধু জীবন উমঙ্গ নয়, গত কয়েক বছরে এলআইসি-এর জীবন আনন্দ ও জীবন শান্তি পলিসি-ও ব্যাপক রিটার্ন দিয়েছে। যাঁরা দীর্ঘমেয়াদে লাভজনক রিটার্ন পেতে চান, তাঁরা এই দুটি পলিসিতে বিনিয়োগের কথা ভাবতে পারেন। তবে বিনিয়োগ করার আগে বিভিন্ন পলিসির মধ্যে তুল্যমূল্য বিচার করেই সিদ্ধান্ত নেওয়া উচিত।
advertisement
advertisement
advertisement