Ampere Electric Magnus EX| লাগবে না পেট্রল, এক চার্জে বাইক ছুটবে ১০০ কিমি! জলের দরে ঘরে আনুন এই ই-স্কুটি

Last Updated:
Ampere Electric Magnus EX| ম্যাগনাস এক্স স্কুটারটি একবার চার্জ দিতে সময় লাগে ৬ থেকে ৭ ঘন্টা।
1/5
এক চার্জে ছুটবে ১২১  কিলোমিটার। লাগবে না পেট্রল, ব্যাটারিতে চলবে গাড়ি। দাম মাত্র ৬৮ হাজার ৯৯৯ টাকা।  ওলা-স্কুটার নিয়ে যখন হইচই, ঠিক তখনই এমন ফিচার-সহ বাজারে আত্মপ্রকাশ করল ম্যাগনাস এক্স-ই স্কুটি।
এক চার্জে ছুটবে ১২১ কিলোমিটার। লাগবে না পেট্রল, ব্যাটারিতে চলবে গাড়ি। দাম মাত্র ৬৮ হাজার ৯৯৯ টাকা। ওলা-স্কুটার নিয়ে যখন হইচই, ঠিক তখনই এমন ফিচার-সহ বাজারে আত্মপ্রকাশ করল ম্যাগনাস এক্স-ই স্কুটি।
advertisement
2/5
 অ্যাম্পেয়ার ইলেক্ট্রিক সংস্থার ম্যাগনাস এক্স স্কুটারটির মোটর বারোশো ওয়াটের। ৫ এমপি সকেট হওয়ায় বাড়িতে রাস্তায় চা-কফির দোকানে যে কোনও জায়গায় স্কুটারটি চার্জ করানো যায়।
অ্যাম্পেয়ার ইলেক্ট্রিক সংস্থার ম্যাগনাস এক্স স্কুটারটির মোটর বারোশো ওয়াটের। ৫ এমপি সকেট হওয়ায় বাড়িতে রাস্তায় চা-কফির দোকানে যে কোনও জায়গায় স্কুটারটি চার্জ করানো যায়।
advertisement
3/5
 স্কুটারটির হেডলাইটে এলইডি রয়েছে। সামনে প্রায় সাড়ে 400 মিলি মিটার লেগস্পেস রয়েছে।
স্কুটারটির হেডলাইটে এলইডি রয়েছে। সামনে প্রায় সাড়ে 400 মিলি মিটার লেগস্পেস রয়েছে।
advertisement
4/5
 সংস্থার এক কর্ণধার রয় কুরিয়ানের দাবি,"পেট্রোলের মূল্যবৃদ্ধির কারণে সস্তার স্কুটারের ঝুঁকছে গ্রাহক। আমরা চাইছি বাইক প্রেমীদের একটি সস্তার অথচ কেতাদুরস্ত রাইড উপহার দিতে।"
সংস্থার এক কর্ণধার রয় কুরিয়ানের দাবি,"পেট্রোলের মূল্যবৃদ্ধির কারণে সস্তার স্কুটারের ঝুঁকছে গ্রাহক। আমরা চাইছি বাইক প্রেমীদের একটি সস্তার অথচ কেতাদুরস্ত রাইড উপহার দিতে।"
advertisement
5/5
ম্যাগনাস এক্স স্কুটারটি একবার চার্জ দিতে সময় লাগে ৬ থেকে ৭ ঘন্টা।
ম্যাগনাস এক্স স্কুটারটি একবার চার্জ দিতে সময় লাগে ৬ থেকে ৭ ঘন্টা।
advertisement
advertisement
advertisement