কোটি কোটি সদস্যদের উদ্দেশ্যে সতর্কবার্তা EPFO-এর, উপেক্ষা করলে আফসোস করতে হবে
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
EPFO Alert: এই নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করেছে ইপিএফও।
advertisement
advertisement
ইপিএফও-এর অফিসিয়াল হ্যান্ডেলে লেখা হয়েছে, “এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন কখনও কোনও কর্মচারীর কাছ থেকে তাঁদের অ্যাকাউন্টের বিশদ বিবরণ চায় না। যদি কোনও ব্যক্তি নিজেকে ইপিএফও কর্মী বলে দাবি করে এবং ফোন কল, মেসেজ, হোয়াটসঅ্যাপ, ইমেইল ইত্যাদির মাধ্যমে আপনার ইপিএফও অ্যাকাউন্টের গোপনীয় তথ্য— যেমন ইউএন নম্বর, পাসওয়ার্ড, প্যান নম্বর, আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ বিরবণ, ওটিপি ইত্যাদি চায়, ভুলেও কোনও তথ্য দেবেন না”
advertisement
অবিলম্বে অভিযোগ জানানোর পরামর্শ: এটা সাইবার অপরাধীদের চাল। বছরের পর বছর ধরে ইপিএফ অ্যাকাউন্টে জমানো কষ্টের টাকা চুরি করে নিতে পারে। যদি কেউ নিজেকে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের কর্মী বলে দাবি করে কোনও সদস্যের কাছে ইউএন নম্বর, পাসওয়ার্ড, প্যান নম্বর, আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ বিবরণ, ওটিপি ইত্যাদি চায়, তাহলে দেরি না করে দ্রুত অভিযোগ জানাতে হবে।
advertisement
advertisement
সর্বদা ব্যক্তিগত ডিভাইস ব্যবহারের পরামর্শ ইপিএফও-এর: ইপিএফও অ্যাকাউন্ট সম্পর্কিত কাজের সময় সর্বদা ব্যক্তিগত ডিভাইস ব্যবহারের পরামর্শ দিয়েছে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। বলা হয়েছে, “নিজের ল্যাপটপ, কম্পিউটার, ট্যাব অথবা মোবাইল ইপিএফ অ্যাকাউন্ট সম্পর্কিত কাজ করুন।” অন্যথায় বিপদ হতে পারে। সাইবার জালিয়াতির হাত থেকে কর্মীদের নিরাপদে রাখতে বিভিন্ন সময়ে সতর্কবার্তা জারি করে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। এবার অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য কাউকে না দেওয়ার এবং পাবলিক ডিভাইস এড়িয়ে চলার পরামর্শ দিল সংস্থা।