Aadhaar Card Update: আধার কার্ডে জঘন্য ছবি, কাউকে দেখাতে লজ্জা পান! ঘরে বসেই এবার Aadhaar কার্ডটি আপডেট করে নিন, জানুন কীভাবে...

Last Updated:
Aadhaar Card Update: আপনার আধার কার্ডের ছবি যদি পছন্দ না হয়, তাহলে চিন্তার কিছু নেই। এখন সহজেই আধার সেবা কেন্দ্রে গিয়ে নতুন ছবি তোলা যায়। ফর্ম পূরণ, ফি এবং বায়োমেট্রিক যাচাই করলেই ছবির আপডেট সম্ভব, জানুন কীভাবে...
1/12
অনেক মানুষই তাঁদের আধার কার্ডের ছবি নিয়ে অসন্তুষ্ট থাকেন। এর প্রধান কারণ হয়তো ছবির সময় মুখভঙ্গি ঠিক না থাকা, আলোর সমস্যা কিংবা পুরনো ছবি। তবে খুশির খবর হল, আপনি চাইলে আধার কার্ডের ছবি বদলাতে পারেন – এবং এটা ততটাও কঠিন নয় যতটা মনে হয়।
অনেক মানুষই তাঁদের আধার কার্ডের ছবি নিয়ে অসন্তুষ্ট থাকেন। এর প্রধান কারণ হয়তো ছবির সময় মুখভঙ্গি ঠিক না থাকা, আলোর সমস্যা কিংবা পুরনো ছবি। তবে খুশির খবর হল, আপনি চাইলে আধার কার্ডের ছবি বদলাতে পারেন – এবং এটা ততটাও কঠিন নয় যতটা মনে হয়।
advertisement
2/12
সত্যি কথা বলতে, আমাদের বেশিরভাগই আধার কার্ডে থাকা ছবিটা নিয়ে খুশি নই। কখনও মুখভঙ্গি খারাপ, কখনও আলো ঠিকঠাক না, আবার কখনও ছবিটাই অনেক পুরনো – যার ফলে পরিচয়পত্র দেখানোর সময় বিব্রত হতে হয়।
সত্যি কথা বলতে, আমাদের বেশিরভাগই আধার কার্ডে থাকা ছবিটা নিয়ে খুশি নই। কখনও মুখভঙ্গি খারাপ, কখনও আলো ঠিকঠাক না, আবার কখনও ছবিটাই অনেক পুরনো – যার ফলে পরিচয়পত্র দেখানোর সময় বিব্রত হতে হয়।
advertisement
3/12
কিন্তু চিন্তার কিছু নেই। আপনি চাইলে ছবিটা বদলাতে পারেন! আধার কার্ড যদিও একটি গুরুত্বপূর্ণ সরকারি পরিচয়পত্র, যেটা ব্যাংক, পাসপোর্ট, স্কুল ভর্তি বা চাকরির সময় কাজে লাগে, তবুও ছবিটা বদলানো একদম সহজ।
কিন্তু চিন্তার কিছু নেই। আপনি চাইলে ছবিটা বদলাতে পারেন! আধার কার্ড যদিও একটি গুরুত্বপূর্ণ সরকারি পরিচয়পত্র, যেটা ব্যাংক, পাসপোর্ট, স্কুল ভর্তি বা চাকরির সময় কাজে লাগে, তবুও ছবিটা বদলানো একদম সহজ।
advertisement
4/12
তবে মনে রাখতে হবে, আপনি এখনই পুরোপুরি অনলাইনে আধার ছবির পরিবর্তন করতে পারবেন না। তবে যেটুকু অফলাইনে করতে হবে, সেটাও খুবই সহজ এবং বেশি সময় নেবে না।
তবে মনে রাখতে হবে, আপনি এখনই পুরোপুরি অনলাইনে আধার ছবির পরিবর্তন করতে পারবেন না। তবে যেটুকু অফলাইনে করতে হবে, সেটাও খুবই সহজ এবং বেশি সময় নেবে না।
advertisement
5/12
কীভাবে আধার কার্ডের ছবি বদলাবেন? নিচে ধাপে ধাপে জানানো হল: UIDAI ওয়েবসাইটে যান: প্রথমে uidai.gov.in ওয়েবসাইটে যান এবং সেখান থেকে ‘Aadhaar Enrolment/Correction Form’ ডাউনলোড করুন।
কীভাবে আধার কার্ডের ছবি বদলাবেন? নিচে ধাপে ধাপে জানানো হল: UIDAI ওয়েবসাইটে যান: প্রথমে uidai.gov.in ওয়েবসাইটে যান এবং সেখান থেকে ‘Aadhaar Enrolment/Correction Form’ ডাউনলোড করুন।
advertisement
6/12
ফর্ম পূরণ করুন: ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রিন্ট আউট নিন। খেয়াল রাখবেন, ফর্ম পূরণের সময় নতুন করে কোনও ভুলভ্রান্তি যেন না হয়।
ফর্ম পূরণ করুন: ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রিন্ট আউট নিন। খেয়াল রাখবেন, ফর্ম পূরণের সময় নতুন করে কোনও ভুলভ্রান্তি যেন না হয়।
advertisement
7/12
নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে যান: আপনার নিকটবর্তী আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে ফর্ম জমা দিন।
নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে যান: আপনার নিকটবর্তী আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে ফর্ম জমা দিন।
advertisement
8/12
বায়োমেট্রিক যাচাই এবং ছবি তোলা: আধার সেন্টারের একজন কর্মকর্তা আপনার আঙুলের ছাপ ও চোখের স্ক্যানের মাধ্যমে পরিচয় যাচাই করবেন। এরপর সেখানেই নতুন ছবি তোলা হবে।
বায়োমেট্রিক যাচাই এবং ছবি তোলা: আধার সেন্টারের একজন কর্মকর্তা আপনার আঙুলের ছাপ ও চোখের স্ক্যানের মাধ্যমে পরিচয় যাচাই করবেন। এরপর সেখানেই নতুন ছবি তোলা হবে।
advertisement
9/12
ফি প্রদান ও রসিদ সংগ্রহ: ছবি আপডেট করার জন্য ১০০ টাকা (প্লাস GST) ফি দিতে হবে। ফর্ম জমা দেওয়ার পর আপনি একটি Acknowledgement Slip পাবেন, যার মধ্যে থাকবে একটি URN (Update Request Number)।
ফি প্রদান ও রসিদ সংগ্রহ: ছবি আপডেট করার জন্য ১০০ টাকা (প্লাস GST) ফি দিতে হবে। ফর্ম জমা দেওয়ার পর আপনি একটি Acknowledgement Slip পাবেন, যার মধ্যে থাকবে একটি URN (Update Request Number)।
advertisement
10/12
আপনি এই URN ব্যবহার করে UIDAI ওয়েবসাইটে গিয়ে ছবি আপডেটের স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন। সাধারণত ৯০ দিনের মধ্যে আপডেটটি সম্পূর্ণ হয়। এরপর আপনি চাইলে নতুন e-Aadhaar ডাউনলোড করতে পারেন বা নতুন করে প্রিন্টও নিতে পারেন।
আপনি এই URN ব্যবহার করে UIDAI ওয়েবসাইটে গিয়ে ছবি আপডেটের স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন। সাধারণত ৯০ দিনের মধ্যে আপডেটটি সম্পূর্ণ হয়। এরপর আপনি চাইলে নতুন e-Aadhaar ডাউনলোড করতে পারেন বা নতুন করে প্রিন্টও নিতে পারেন।
advertisement
11/12
এই সহজ প্রক্রিয়ায় আধার কার্ডের ছবি আপডেট করলে আপনি আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসের সঙ্গে আপনার পরিচয়পত্র ব্যবহার করতে পারবেন।
এই সহজ প্রক্রিয়ায় আধার কার্ডের ছবি আপডেট করলে আপনি আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসের সঙ্গে আপনার পরিচয়পত্র ব্যবহার করতে পারবেন।
advertisement
12/12
আপডেট করা আধার কার্ড শুধু আপনার পরিচয়ের মান বাড়ায় না, বরং আপনার অফিসিয়াল কাজগুলোতেও সুবিধা এনে দেয়। তাই আর দেরি না করে আজই ছবি বদলানোর উদ্যোগ নিন।
আপডেট করা আধার কার্ড শুধু আপনার পরিচয়ের মান বাড়ায় না, বরং আপনার অফিসিয়াল কাজগুলোতেও সুবিধা এনে দেয়। তাই আর দেরি না করে আজই ছবি বদলানোর উদ্যোগ নিন।
advertisement
advertisement
advertisement