কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় খবর (Big News for the cCentral Government Employees) ৷ কেননা ডিএ ক্যালকুলেশন (DA Calculation) বা গণনার ক্ষেত্রে বদল হয়েছে বা বদল করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
2/ 9
কেন্দ্রীয় শ্রমমন্ত্রক ডিএ গণনার ক্ষেত্রে পরিবর্তন করেছে (Central Labour ministry) ৷ ২০১৬ থেকেই মহার্ঘ ভাতা (DA) বা ডিএ-এর ক্ষেত্রে পরিবর্তন করেছে ৷ প্রতীকী ছবি ৷
3/ 9
কেন্দ্রীয় শ্রমমন্ত্রক মজুরি দরের সূচক (WRI-Wage Rate Index) সিরিজের সূচক জারি করেছে ৷ প্রতীকী ছবি ৷
4/ 9
শ্রমমন্ত্রকের পক্ষ থেকে এর অন্তর্গত বর্ষ বা ২০১৬=১০০ এর সঙ্গে WRI-এর নতুন সিরিজ ১৯৬৩-৬৫-এর অন্তর্গত পুরনো সিরিজের জায়গা নেবে ৷ প্রতীকী ছবি ৷
5/ 9
অর্থাৎ এবার থেকে ডিএ (7th Pay Commission, DA) গণনার ক্ষেত্রে পদ্ধতি বদল হবে ৷ বিভিন্ন সময়ের তথ্য বলছে সময় সময়ে আর্থিক সঙ্কটের সময়ে আধার বর্ষে (Inflation Base Year) সংশোধিত করা হয় ৷ প্রতীকী ছবি ৷
6/ 9
এই ক্ষেত্রে মজুরদের ওয়েজ প্যাটার্নে বা মজুরির প্রকার ভেদে অন্তর্গত করা হয়েছে ৷ এই আধার বর্ষ ১৯৬৩-৬৫ বদলে গিয়ে ২০১৬ হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
7/ 9
সাধারণত প্রতি ৬ মাসে অর্থাৎ জানুয়ারি ও জুলাইয়ে Dearness Allowance-এ পরিবর্তন করা হয়ে থাকে ৷ ডিএ মূল বেতন বা বেসিক স্যালারির উপর নির্ভর করে দার্য করা হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
8/ 9
ডিএ (DA) আসলে কী? মহার্ঘ ভাতা বা Dearness Allowance হল কেন্দ্রীয় সরকারি কর্মীদের থাকা, খাওয়া অর্থাৎ (Cost of Living)-এর মান উন্নত করার জন্যই দেয়া হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
9/ 9
যাতে জিনিসপত্রের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে কর্মচারীদের জীবনের মান যেন নিম্নস্তরে না নেমে আসে (7th Pay Commission) ৷ পাবলিক সেক্টরের কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীরা এই সুযোগ পেয়ে থাকেন ৷ প্রতীকী ছবি ৷