Massive Train Accident: এখনও মাস পেরোয়নি, ঠিক যেন করমণ্ডলের ছায়া, ভয়াবহ ট্রেন দুর্ঘটনার টাটকা ছবি
- Reported by:NILANJAN BANERJEE
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Massive Train Accident: যেন হুবহু করমন্ডল দুর্ঘটনার প্রতিচ্ছবি। বাঁকুড়ার ভয়াবহ ট্রেন দুর্ঘটনার জেরে বাতিল একাধিক ট্রেন। দুর্ভোগে যাত্রীরা, জানা গেছে দুর্ঘটনার জেরে আদ্রা-খড়গপুর শাখায় প্রায় ১১ টি ট্রেন বাতিল হয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
জানা গেছে দুর্ঘটনার জেরে আদ্রা-খড়গপুর শাখায় প্রায় ১১ টি ট্রেন বাতিল হয়েছে। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন। যদিও দুর্ঘটনার পরে রেলের আধিকারিকরা সর্বত ভাবে চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব আপ লাইনটি খুলে দেওয়ার জন্যে, যাতে পুরুলিয়া এক্সপ্রেসের মতো কিছু ট্রেন এই ডিভিশন দিয়ে যেতে পারে। Input- Nilanjan Banerjee









