মাস শেষ হয়ে এলেও সম্পর্ক চিরস্থায়ী হওয়াই কাম্য, দেখে নেওয়া যাক মাসের শেষ কয়েকটা দিন কার সম্পর্কের ভাগ্যে কী ঘটতে (Zodiacs Love Horoscope) চলেছে।
2/ 13
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। সম্পর্ককে আরও মজবুত বানাতে পরিশ্রম করতে হবে। প্রয়োজনে অন্যের সাহায্য নেওয়া যেতে পারে।
3/ 13
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। বৃষ জাতক-জাতিকাদের জন্য প্রেম ভাগ্য ভালো (Zodiacs Love Horoscope) থাকবে। প্রিয় মানুষের সঙ্গে ভালো ভালো মুহূর্ত কাটানোর সুযোগ পাওয়া যাবে।
4/ 13
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। কিছু ব্যক্তিগত কারণে প্রেমে সমস্যা তৈরি হতে পারে। অতীতের সম্পর্ক নিয়ে বেশি আলোচনা (Zodiacs Love Horoscope) না করাই ভালো।
5/ 13
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। এই মাসে কর্কটদের সম্পর্ক রক্ষা করতে অনেক কসরত করতে হবে। তবে ইচ্ছে থাকলে তাঁরা সফলও হতে পারেন (Zodiacs Love Horoscope)।
6/ 13
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। অতীতের কোনও ঘটনা নিয়ে সম্পর্কে সমস্যা তৈরি হতে পারে। তবে খুঁটিয়ে দেখলে সমাধানও পাওয়া যাবে।
7/ 13
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। এতদিন সম্পর্কে যে একঘেয়েমি ছিল এবার তা কাটতে চলেছে। ভালো (Zodiac SIgn)মুহূর্তের সাক্ষী হতে চলেছেন উভয়েই।
8/ 13
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। সম্পর্কে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। তবে চিন্তার কারণ নেই ভবিষ্যতে তা থেকে লাভবান হওয়ার সম্ভাবনাই বেশি (Zodiac SIgn)।
9/ 13
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। এই সময় পার্টনার এঁদের আয়ত্তেই থাকবে তবে ভয়ের কিছু নেই আগামীতে সম্পর্ক আরও জোরদার হবে।
10/ 13
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। খুব সতর্ক ভাবে সম্পর্কে জড়ানো উচিত অন্যথায় ঠকে যাওয়ার ভয় রয়েছে। কাউকে অন্ধ ভাবে বিশ্বাস করা উচিত নয় (Zodiac SIgn)।
11/ 13
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। পার্টনার মনের কথা লুকিয়ে রাখতে পারে। সে ক্ষেত্রে ভালো সম্পর্ক তৈরি করে সম্পর্ককে আরও জোরদার করে তুলতে হবে।
12/ 13
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। এই সময় অনেকেই সম্পর্ক নিয়ে নানান মতামত দেবে। সে ক্ষেত্রে প্রয়োজন মতো উপদেশ কাজেও লাগতে পারে।
13/ 13
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। সম্পর্কে নানান ধরনের অশান্তি তৈরি হতে পারে। তবে সাবধান! তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভালো।