Mongoose Vastu Shastra: সকাল সকাল বেজি দেখে ফেলেছেন বা ঘরে নেউলের বাসা? বাস্তুতে এর অর্থ জানেন? চমকে উঠবেন শুনে!
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Mongoose Vastu Shastra: মনে করা হয় সকালবেলা যদি এই প্রাণীটির দেখা পাওয়া যায় তাহলে সারাটা দিন ভাল যায়। আর্থিক লাভ হয়, লক্ষ্মীদেবীর আশীর্বাদ পাওয়া যায়।
advertisement
advertisement
Mongoose Vastu Shastra: প্রজাতিগত ভাবেই সাপ এবং নেউল হল পরস্পরের শত্রু। কিন্তু ভারতীয় লোকবিশ্বাসে এই নেউল খুবই শুভ বলে চিহ্নিত হয়। মনে করা হয় নেউল সাক্ষাৎ লক্ষ্মীদেবীর প্রিয়পাত্র। তার দর্শনে সৌভাগ্যের উদয় হয়। মনে করা হয় নেউল হল গুপ্তধনের প্রতীক। অর্থাৎ এই ছোট্ট প্রাণীটির দর্শনে অর্থনৈতিক ভাগ্য বদলে যায় মানুষের। এমনই বিশ্বাস।
advertisement
advertisement
advertisement
advertisement
Mongoose Vastu Shastra: এটিকে এমন এক জায়গায় রাখতে হবে যাতে প্রতিদিন ঘুম থেকে উঠেই তার দিকে নজর পড়ে। তাহলেই পাওয়া যাবে দেবী লক্ষ্মীর আশীর্বাদ। সারাটা দিন ভাল যাবে। আর্থিক লাভ পাওয়া যাবে। এমনকী গুপ্তধনের সন্ধান পাওয়াও খুব দুরূহ না হতে পারে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয়৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন৷)