Vastu Tips for Main Door: বাড়ির প্রধান দরজার সামনে এই ৪ জিনিস রাখবেন না; অকল্যাণ হবে
Last Updated:
বাস্তু বিশেষজ্ঞ পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় জানান, এই চারটি জিনিস বাড়ির মূল দরজার বা ফ্ল্যাটের বাইরে থাকলে তার নেতিবাচক প্রভাব বাড়ির ভিতরে পড়ে এবং ঘরে শান্তি ও সুখের পরিবর্তে কলহ ও ঝামেলা শুরু হয়।
advertisement
বাস্তুশাস্ত্রের অধীনে, বাড়ির জানালা, দরজা, পূজার স্থান, রান্নাঘর, শোওয়ার ঘরের পাশাপাশি বাথরুমের দিক ও কাঠামোও নানা ভাবে সাজানোর নিয়ম বর্ণনা করা রয়েছে। প্রত্যেকেরই খেয়াল রাখা উচিত, বাস্তু অনুযায়ী বাড়ি বা ঘর নির্মাণ না হলে বাড়িতে নেতিবাচক শক্তি বিরাজ করে, যা থেকে সংসারে বা পরিবারে অকল্যাণ হতে পারে।
advertisement
বাস্তু বিশেষজ্ঞ পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় জানান, এই চারটি জিনিস বাড়ির মূল দরজার বা ফ্ল্যাটের বাইরে থাকলে তার নেতিবাচক প্রভাব বাড়ির ভিতরে পড়ে এবং ঘরে শান্তি ও সুখের পরিবর্তে কলহ ও ঝামেলা শুরু হয়। এবারে জেনে নেওয়া যাক সেই সম্পর্কে, কোন চারটি জিনিস বাড়ির বাইরে রাখা উচিত নয়। বাড়ি বা ফ্ল্যাটের সামনে কোন চারটি জিনিস রাখলে বাড়িতে অশান্তি হয়?
advertisement
advertisement
advertisement
advertisement


