The Secret of Your Forehead Shape: কপালের আকার দেখলেই বোঝা যায়, ‘কপাল রহস্য’, দেখে নিন আপনার কাছের মানুষ ‘আসলে কেমন’!

Last Updated:
কপালের আকার অনেক কিছুই বলে দেয়৷ কপাল দেখেই জেনে নিন আপনার ও কাছের মানুষের ব্যক্তিত্ব
1/5
অনেকেই বলে মুখই হল আয়নার প্রতিবিম্ব৷ বলা হয়, কপাল আপনার ব্যক্তিত্বের অনেক গোপন কথা জানাতে পারে৷ জেনে নিন আপনার কপালের আকৃতিতে কোন ‘কপাল রহস্য’ লুকিয়ে রয়েছে৷
অনেকেই বলে মুখই হল আয়নার প্রতিবিম্ব৷ বলা হয়, কপাল আপনার ব্যক্তিত্বের অনেক গোপন কথা জানাতে পারে৷ জেনে নিন আপনার কপালের আকৃতিতে কোন ‘কপাল রহস্য’ লুকিয়ে রয়েছে৷
advertisement
2/5
চওড়া কপালমনে করা হয়, যাদের কপাল চওড়া বা বড় তারা বুদ্ধিমান হন৷ তাঁরা খোলা মনের অধিকারী হন৷ যে কোনও কিছু দ্রুত শিখে শিখে নেন৷ তাঁরা মাল্টিটাস্কিংয়েও পারদর্শী হন৷ তবে তাঁরা আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারে না৷
চওড়া কপালমনে করা হয়, যাদের কপাল চওড়া বা বড় তারা বুদ্ধিমান হন৷ তাঁরা খোলা মনের অধিকারী হন৷ যে কোনও কিছু দ্রুত শিখে শিখে নেন৷ তাঁরা মাল্টিটাস্কিংয়েও পারদর্শী হন৷ তবে তাঁরা আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারে না৷
advertisement
3/5
পাতলা কপাল যাদের কপাল পাতলা বা কম চওড়া তাঁরা খুব বেশি আবেগপ্রবণ হন৷ এই ধরনের লোকেরা তাঁদের হৃদয় থেকে তিন্তা করেন৷ তাঁরা জীবনে নিজেদের লোকেদের সঙ্গে জীবন কাটাতে পছন্দ করেন৷ তাঁরা প্রেমে পড়লে প্রতিশ্রুতিবদ্ধ হন৷ তাঁরা সাধারণত নিজেদের মতো বাঁচতে পছন্দ করেন৷ কিন্তু তাঁরা যদি রেগে যান, তাহলে কিন্তু ভয়ঙ্কর৷
পাতলা কপালযাদের কপাল পাতলা বা কম চওড়া তাঁরা খুব বেশি আবেগপ্রবণ হন৷ এই ধরনের লোকেরা তাঁদের হৃদয় থেকে তিন্তা করেন৷ তাঁরা জীবনে নিজেদের লোকেদের সঙ্গে জীবন কাটাতে পছন্দ করেন৷ তাঁরা প্রেমে পড়লে প্রতিশ্রুতিবদ্ধ হন৷ তাঁরা সাধারণত নিজেদের মতো বাঁচতে পছন্দ করেন৷ কিন্তু তাঁরা যদি রেগে যান, তাহলে কিন্তু ভয়ঙ্কর৷
advertisement
4/5
বাঁকা কপাল যাঁদের কপাল বাঁকা তাঁরা বেশ বন্ধুত্বপূর্ণ এবং সহজ-সরল প্রকৃতির হন৷ তাঁরা দ্রুত নতুন বন্ধুদের সঙ্গে মিশে যান৷
বাঁকা কপালযাঁদের কপাল বাঁকা তাঁরা বেশ বন্ধুত্বপূর্ণ এবং সহজ-সরল প্রকৃতির হন৷ তাঁরা দ্রুত নতুন বন্ধুদের সঙ্গে মিশে যান৷
advertisement
5/5
এম- প্রকৃতি কপালএই লোকেরা সাধারণত সৃজনশীল, শৈল্পিক প্রকৃতির হন৷ তাঁরা বেশ আবেগপ্রবণও হন৷ ট্র্যাডিশনাল ও আঘুনিক মনের মিশ্রণ হন তাঁরা৷ এই লোকেরা সাধারণত শান্ত এবং ধৈর্যশীল হন৷ কিন্তু যখন রাগান্বিত হন, তাঁরা দ্রুত শান্তও হন৷
এম- প্রকৃতি কপালএই লোকেরা সাধারণত সৃজনশীল, শৈল্পিক প্রকৃতির হন৷ তাঁরা বেশ আবেগপ্রবণও হন৷ ট্র্যাডিশনাল ও আঘুনিক মনের মিশ্রণ হন তাঁরা৷ এই লোকেরা সাধারণত শান্ত এবং ধৈর্যশীল হন৷ কিন্তু যখন রাগান্বিত হন, তাঁরা দ্রুত শান্তও হন৷
advertisement
advertisement
advertisement