Surya Ka Gochar 2023: আর মাত্র কয়েকদিন! সূর্যের গোচরে ভাগ্যের সিংহদুয়ার খুলে যাবে এই কয়েক রাশির
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
Surya Ka Gochar 2023: জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহের রাজা বলে মনে করা হয়। এখন বৃষ রাশিতে অবস্থান করছেন সূর্য। ৩৬৫ দিন অর্থাৎ সম্পূর্ণ এক বছর পর পরের রাশি মিথুনে সরে যাবেন সূর্য। আগামী ১৫ জুন, ২০২৩ তারিখে ঘটতে চলেছে সেই গোচর।
advertisement
জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহের রাজা বলে মনে করা হয়। এখন বৃষ রাশিতে অবস্থান করছেন সূর্য। ৩৬৫ দিন অর্থাৎ সম্পূর্ণ এক বছর পর পরের রাশি মিথুনে সরে যাবেন সূর্য। আগামী ১৫ জুন, ২০২৩ তারিখে ঘটতে চলেছে সেই গোচর। ১৫ জুন সন্ধ্যা ৬টা বেজে ২৯ মিনিটে মিথুন রাশিতে প্রবেশ করবেন সূর্য। এই রাশিতে সূর্য কিন্তু থাকবেন মাত্র ৩২ দিন। আগামী ১৭ জুলাই, ২০২৩ তারিখে চাঁদের নিজস্ব রাশি কর্কটে গোচর করবেন সূর্য। ভারতীয় জ্যোতিষশাস্ত্র মনে করছে, সূর্যের মিথুন গোচরের ফলে চারটি রাশির সুপ্ত ভাগ্য উদয় হবে। সুখ, সমৃদ্ধি, উন্নতি হবে এই চার রাশির ৷
advertisement
কুম্ভ- সূর্যের গোচরের ফলে এই রাশির জাতক-জাতিকার জীবনে আর্থিক দিক শক্তিশালী হয়ে উঠবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়া যেতে পারে। বেতনবৃদ্ধি-সহ পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় অগ্রগতি, সম্প্রসারণ হতে পারে। সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন যাঁরা তাঁদের জন্যও এই গোচর শুভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে।
advertisement
advertisement
advertisement
মেষ: সূর্যের গোচরের ফলে এই রাশির জাতক-জাতিকাদের শক্তি ও সাহস বৃদ্ধি পাবে। বাড়িতে শুভ বা আনন্দানুষ্ঠানের আয়োজন করা যেতে পারে। পরিবারের সঙ্গে তীর্থযাত্রায় যাওয়ার সম্ভাবনাও রয়েছে। নিজের ব্যবসা সম্প্রসারণের সুযোগ মিলতে পারে। খেলোয়াড়রা ভাল খবর পেতে পারেন। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)









