Surya Budh Yuti 2023: বুধাদিত্য যোগে সমৃদ্ধ হবেন এই রাশির জাতক-জাতিকারা, পয়লা বৈশাখ থেকেই খুলবে ভাগ্য!
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Surya Budh Yuti 2023: আগামী ১৪ এপ্রিল সূর্যদেব মেষ রাশিতে গোচর অবস্থানে যাবেন। একে মেষ সংক্রান্তি বলা হয়। তবে এই রাশিতে আগে থেকেই বুধ অবস্থান করে রয়েছেন। ফলে দুই গ্রহের সাক্ষাতে বুধাদিত্য যোগ তৈরি হবে।
আগামী ১৪ এপ্রিল সূর্যদেব মেষ রাশিতে গোচর অবস্থানে যাবেন। একে মেষ সংক্রান্তি বলা হয়। তবে এই রাশিতে আগে থেকেই বুধ অবস্থান করে রয়েছেন। ফলে দুই গ্রহের সাক্ষাতে বুধাদিত্য যোগ তৈরি হবে। বুধাদিত্য যোগের কারণের রাশিচক্রের বিভিন্ন রাশি মারাত্মক ভাবে প্রভাবিত হবে। বিশেষ করে কেরিয়ার বা বিবাহ ক্ষেত্রে এই বুধাদিত্য যোগ অত্যন্ত মারাত্মক প্রভাব ফেলতে পারে। এই রাশি পরিবর্তনের তীব্র প্রভাব আগামী ১ মাস পর্যন্ত অটুট থাকবে।
advertisement
advertisement
advertisement
কর্কট রাশি- কেরিয়ারের দিক থেকে এই সময় কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ ফল দিতে চলেছে। পছন্দমতো স্থানে বদলির সুযোগ রয়েছে। জাতক-জাতিকারা সৌভাগ্যের অধিকারী হবেন। প্রতিযোগ বা শত্রুদের পরাস্ত করার সুযোগ মিলবে। যাঁরা দীর্ঘদিন বাদ-বিবাদে জড়িয়ে রয়েছেন তাঁরা এবারে মুক্তি পাবেন। আইনি মামলায় জয় নিশ্চিত।
advertisement
সিংহ রাশি- কেরিয়ারে নতুন নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আটক থাকা কাজ আবার শুরু হতে পারে। নতুন কোনও কাজ শেখার সুযোগ মিলবে। সূর্যের এই গোচরে সিংহ জাতক-জাতিকারা নানা ভাবে উপকৃত হবেন। অফিসে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বেতন বাড়ারও সম্ভবনা রয়েছে। নতুন নতুন আয়ের উৎস খুলে যাবে। বন্ধু এবং পারিবারিক সদস্যদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)









