হোম » ছবি » জ্যোতিষকাহন » বুধাদিত্য যোগে সমৃদ্ধ হবেন এই রাশির জাতক-জাতিকারা, পয়লা বৈশাখ থেকেই খুলবে ভাগ্য!

Surya Budh Yuti 2023: বুধাদিত্য যোগে সমৃদ্ধ হবেন এই রাশির জাতক-জাতিকারা, পয়লা বৈশাখ থেকেই খুলবে ভাগ্য!

  • 15

    Surya Budh Yuti 2023: বুধাদিত্য যোগে সমৃদ্ধ হবেন এই রাশির জাতক-জাতিকারা, পয়লা বৈশাখ থেকেই খুলবে ভাগ্য!

    আগামী ১৪ এপ্রিল সূর্যদেব মেষ রাশিতে গোচর অবস্থানে যাবেন। একে মেষ সংক্রান্তি বলা হয়। তবে এই রাশিতে আগে থেকেই বুধ অবস্থান করে রয়েছেন। ফলে দুই গ্রহের সাক্ষাতে বুধাদিত্য যোগ তৈরি হবে। বুধাদিত্য যোগের কারণের রাশিচক্রের বিভিন্ন রাশি মারাত্মক ভাবে প্রভাবিত হবে। বিশেষ করে কেরিয়ার বা বিবাহ ক্ষেত্রে এই বুধাদিত্য যোগ অত্যন্ত মারাত্মক প্রভাব ফেলতে পারে। এই রাশি পরিবর্তনের তীব্র প্রভাব আগামী ১ মাস পর্যন্ত অটুট থাকবে।

    MORE
    GALLERIES

  • 25

    Surya Budh Yuti 2023: বুধাদিত্য যোগে সমৃদ্ধ হবেন এই রাশির জাতক-জাতিকারা, পয়লা বৈশাখ থেকেই খুলবে ভাগ্য!

    আগামী ১৪ এপ্রিল সূর্য ও বুধের যুতির পাশাপাশি সূর্য ও রাহুরও যোগ তৈরি হবে। এর ফলে গ্রহণের পরিস্থিতি তৈরি হবে। এবারে জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতক-জাতিকারা এই যোগ দ্বারা প্রভাবিত হবেন।

    MORE
    GALLERIES

  • 35

    Surya Budh Yuti 2023: বুধাদিত্য যোগে সমৃদ্ধ হবেন এই রাশির জাতক-জাতিকারা, পয়লা বৈশাখ থেকেই খুলবে ভাগ্য!

    মেষ রাশি- সূর্য এবং বুধের যুতি সম্পত্তিসংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান করবে। জাতক-জাতিকারা নানা ভাবে শুভ ফলাফল পাবেন। আয়ের উৎস বাড়তে চলেছে। আর্থিক নানা সমস্যা থেকে এবারে মুক্তি মিলতে চলেছে। নিজের ইচ্ছাপূরণের জন্য সময়টি আদর্শ। তবে এই সময়ে চোখ ও ব্যথার সমস্যা হতে পারে।

    MORE
    GALLERIES

  • 45

    Surya Budh Yuti 2023: বুধাদিত্য যোগে সমৃদ্ধ হবেন এই রাশির জাতক-জাতিকারা, পয়লা বৈশাখ থেকেই খুলবে ভাগ্য!

    কর্কট রাশি- কেরিয়ারের দিক থেকে এই সময় কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ ফল দিতে চলেছে। পছন্দমতো স্থানে বদলির সুযোগ রয়েছে। জাতক-জাতিকারা সৌভাগ্যের অধিকারী হবেন। প্রতিযোগ বা শত্রুদের পরাস্ত করার সুযোগ মিলবে। যাঁরা দীর্ঘদিন বাদ-বিবাদে জড়িয়ে রয়েছেন তাঁরা এবারে মুক্তি পাবেন। আইনি মামলায় জয় নিশ্চিত।

    MORE
    GALLERIES

  • 55

    Surya Budh Yuti 2023: বুধাদিত্য যোগে সমৃদ্ধ হবেন এই রাশির জাতক-জাতিকারা, পয়লা বৈশাখ থেকেই খুলবে ভাগ্য!

    সিংহ রাশি- কেরিয়ারে নতুন নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আটক থাকা কাজ আবার শুরু হতে পারে। নতুন কোনও কাজ শেখার সুযোগ মিলবে। সূর্যের এই গোচরে সিংহ জাতক-জাতিকারা নানা ভাবে উপকৃত হবেন। অফিসে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বেতন বাড়ারও সম্ভবনা রয়েছে। নতুন নতুন আয়ের উৎস খুলে যাবে। বন্ধু এবং পারিবারিক সদস্যদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)

    MORE
    GALLERIES