শুক্রের গোচর ঘটেছে গত ২ মে ২০২৩ তারিখে। শুক্র প্রবেশ করেছেন বুধের রাশি মিথুনে। এখানে আগে থেকেই উপস্থিত রয়েছেন মঙ্গল। আগামী ৩০ মে সন্ধ্যা ৭টা ৩৯ মিনিট শুক্র সরে যাবেন চন্দ্রের রাশি কর্কটে। ভারতীয় জ্যোতিষশাস্ত্রে শুক্র শুভ গ্রহ, যা সৌন্দর্য, সুখ, সমৃদ্ধি প্রদান করে। এই প্রায় একমাস শুক্রের মিথুনে অবস্থানের ফলে কোন কোন রাশির উপর কেমন প্রভাব পড়বে দেখে নেওয়া যাক এক নজরে—