Shiva Tips: সামনেই শিবরাত্রি! শিবের কৃপা চাইলে জেনে নিন এই ৮টি সহজ নিয়ম—কম পরিশ্রমে মিলবে বড় লাভ!
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
Shiv Ji Ko Prasan Kaise Kare: ভগবান শিবকে ভোলানাথ বলা হয়, কারণ তিনি তাঁর ভক্তদের সৎ ভাবনা ও খাঁটি ভক্তিতে খুব সহজেই প্রসন্ন হন। হিন্দু ধর্মে শিবজিকে দুঃখ নিবারণকারী, সংকট দূরকারী এবং জীবনে ভারসাম্য রক্ষা করা দেবতা হিসেবে মানা হয়। বলা হয়, যার উপর শিবের কৃপা বর্ষিত হয়, তার জীবনে বড় থেকে বড় সমস্যাও বেশিদিন টিকে থাকতে পারে না।
ঘরের সমস্যা হোক, বিয়েতে বাধা থাকুক, অর্থকষ্ট হোক বা মন অশান্ত থাকুক—ভোলানাথ তাঁর ভক্তদের প্রতিটি ডাক শোনেন। তাঁর কাছে বাহ্যিক আড়ম্বরের চেয়ে পরিষ্কার মন ও আন্তরিক ভক্তির মূল্য অনেক বেশি। যদিও প্রতিদিনই শিবের পুজো করা যায়, তবে সোমবারকে তাঁর জন্য বিশেষ দিন হিসেবে ধরা হয়। আপনি যদি শিবজির কৃপা পেতে চান এবং জীবনের নানা সমস্যার থেকে মুক্তি চান, তাহলে নীচে দেওয়া এই ৮টি সহজ উপায় আপনার জন্য খুবই সহায়ক হতে পারে।
১. ঘরে সুখ-শান্তি ও সমৃদ্ধির জন্য উপায় যদি বাড়িতে প্রায়ই অশান্তি বা কলহ লেগে থাকে, কিংবা মন সব সময় অস্থির থাকে, তাহলে প্রতি সোমবার শিবলিঙ্গে ঘি, চিনি ও গমের আটা দিয়ে তৈরি ভোগ অর্পণ করুন। পুজোর শেষে অবশ্যই শিবজি ও মাতা পার্বতীর আরতি করুন। এই উপায় মানলে ঘরের পরিবেশ শান্ত হয় এবং সুখ-সমৃদ্ধি বজায় থাকে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
৮. দাম্পত্য জীবন মধুর করার উপায় দাম্পত্য সম্পর্কে মধুরতা বাড়াতে স্বামী-স্ত্রী দু’জনে একসঙ্গে সোমবার শিবজি ও মাতা গৌরীর পুজো করুন। শিবজিকে সাদা বস্ত্র এবং মাতা পার্বতীকে ষোলো শৃঙ্গার অর্পণ করুন। এতে সম্পর্কের মিষ্টতা বাড়ে। এই উপায়গুলি সম্পূর্ণ নিষ্ঠা ও বিশ্বাসের সঙ্গে পালন করলে কয়েক দিনের মধ্যেই তার প্রভাব নিজে থেকেই অনুভব করতে পারবেন।
advertisement
ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।জন্মদিন মিলিয়ে দেখে নিন কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!








