Shani Sade Sati 2025: চলতি বছরে কোন কোন রাশির ওপর চলছে শনির সাড়ে সাতি ও ঢৈয়া? শনিদেবকে শান্ত করার প্রতিকার জানুন...

Last Updated:
Shani Ki Sade Sati: চলতি বছরে ৩ রাশির ওপর চলছে শনির সাড়ে সাতি এবং দুই রাশির ওপর ঢৈয়া। শনির কুপ্রভাব কাটাতে হানুমানজির উপাসনাসহ আরও কিছু জ্যোতিষ টিপস জানুন...
1/10
শনি গ্রহের প্রভাব অনেকেই ভয় পান। অনেক সময় দেখা যায় হঠাৎ করে জীবনে সমস্যা বেড়ে যায়, পরিশ্রমের ফল মেলে না এবং বাধা-বিপত্তি বাড়তে থাকে। এর কারণ হতে পারে শনির সাড়ে সাতি বা ঢৈয়া। তবে সত্যিই কি এটা এতটা খারাপ? এই বিষয়টি সহজ ভাষায় ব্যাখ্যা করেছেন ভোপাল নিবাসী জ্যোতিষী ও বাস্তু পরামর্শদাতা পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা।
শনি গ্রহের প্রভাব অনেকেই ভয় পান। অনেক সময় দেখা যায় হঠাৎ করে জীবনে সমস্যা বেড়ে যায়, পরিশ্রমের ফল মেলে না এবং বাধা-বিপত্তি বাড়তে থাকে। এর কারণ হতে পারে শনির সাড়ে সাতি বা ঢৈয়া। তবে সত্যিই কি এটা এতটা খারাপ? এই বিষয়টি সহজ ভাষায় ব্যাখ্যা করেছেন ভোপাল নিবাসী জ্যোতিষী ও বাস্তু পরামর্শদাতা পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা।
advertisement
2/10
শনি গ্রহের গতি অত্যন্ত ধীর। প্রায় আড়াই বছরে এক রাশির থেকে অন্য রাশিতে গমন করেন। যখন শনি একটি নির্দিষ্ট জায়গায় গোচর করেন, তখন কিছু রাশির ওপর সাড়ে সাতি বা ঢৈয়া শুরু হয়। আবার কারও জন্য এই সময়সীমা শেষও হয়ে যায়।
শনি গ্রহের গতি অত্যন্ত ধীর। প্রায় আড়াই বছরে এক রাশির থেকে অন্য রাশিতে গমন করেন। যখন শনি একটি নির্দিষ্ট জায়গায় গোচর করেন, তখন কিছু রাশির ওপর সাড়ে সাতি বা ঢৈয়া শুরু হয়। আবার কারও জন্য এই সময়সীমা শেষও হয়ে যায়।
advertisement
3/10
পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মার মতে, যখন শনি গ্রহ কারও জন্মরাশির ১২তম, ১ম এবং ২য় স্থানে অবস্থান করেন, তখন সেই ব্যক্তির সাড়ে সাতি শুরু হয়। এই সময়কাল মোট ৭ বছর ৬ মাস অর্থাৎ সাড়ে সাত বছর হয়, তাই একে সাড়ে সাতি বলা হয়।
পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মার মতে, যখন শনি গ্রহ কারও জন্মরাশির ১২তম, ১ম এবং ২য় স্থানে অবস্থান করেন, তখন সেই ব্যক্তির সাড়ে সাতি শুরু হয়। এই সময়কাল মোট ৭ বছর ৬ মাস অর্থাৎ সাড়ে সাত বছর হয়, তাই একে সাড়ে সাতি বলা হয়।
advertisement
4/10
অন্যদিকে, যখন শনি গ্রহ জন্মরাশির ৪র্থ বা ৮ম স্থানে আসে, তখন তাকে ঢৈয়া বলা হয়। এই সময় প্রায় আড়াই বছর স্থায়ী হয়। একে ‘লঘু কল্যাণী’ বা ‘কণ্টকি’ নামেও ডাকা হয়।
অন্যদিকে, যখন শনি গ্রহ জন্মরাশির ৪র্থ বা ৮ম স্থানে আসে, তখন তাকে ঢৈয়া বলা হয়। এই সময় প্রায় আড়াই বছর স্থায়ী হয়। একে ‘লঘু কল্যাণী’ বা ‘কণ্টকি’ নামেও ডাকা হয়।
advertisement
5/10
এই সময়কাল জীবনে নানা সমস্যার সূচনা ঘটায়। চাকরি, ব্যবসা, স্বাস্থ্য এবং সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন দেখা দেয়। অনেক সময় মামলা-মকদ্দমা, বদনাম বা মানসিক চাপ বাড়ে। তবে কিছু লোকের জন্য এই সময় আত্মসমালোচনা ও পরিবর্তনের সুযোগও হয়ে ওঠে।
এই সময়কাল জীবনে নানা সমস্যার সূচনা ঘটায়। চাকরি, ব্যবসা, স্বাস্থ্য এবং সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন দেখা দেয়। অনেক সময় মামলা-মকদ্দমা, বদনাম বা মানসিক চাপ বাড়ে। তবে কিছু লোকের জন্য এই সময় আত্মসমালোচনা ও পরিবর্তনের সুযোগও হয়ে ওঠে।
advertisement
6/10
শনির দশা যদি অনুকূলে না থাকে, তাহলে সবচেয়ে কার্যকরী প্রতিকার হল হনুমানজির উপাসনা করা। শাস্ত্র মতে, শনি দেব স্বয়ং বলেছেন যে, হনুমানজির ভক্তদের তিনি কষ্ট দেন না।
শনির দশা যদি অনুকূলে না থাকে, তাহলে সবচেয়ে কার্যকরী প্রতিকার হল হনুমানজির উপাসনা করা। শাস্ত্র মতে, শনি দেব স্বয়ং বলেছেন যে, হনুমানজির ভক্তদের তিনি কষ্ট দেন না।
advertisement
7/10
শনির কুপ্রভাব থেকে মুক্তি পেতে যা যা করবেন: প্রতি মঙ্গলবার সূর্যোদয়ের সময় ১০৫ বার “ওঁং হনুমতে নমঃ” মন্ত্র জপ করুন। লাল সুতোয় সিদ্ধ শ্রী হনুমান যন্ত্র ধারণ করুন। পরপর ১০টি মঙ্গলবার হনুমানজিকে গুড় নিবেদন করুন, হনুমান চালিসা পাঠ করুন এবং তাঁকে চোলা চড়ান। হনুমানজিকে চমেলি তেল ও সিঁদুর নিবেদন করুন।
শনির কুপ্রভাব থেকে মুক্তি পেতে যা যা করবেন: প্রতি মঙ্গলবার সূর্যোদয়ের সময় ১০৫ বার “ওঁং হনুমতে নমঃ” মন্ত্র জপ করুন। লাল সুতোয় সিদ্ধ শ্রী হনুমান যন্ত্র ধারণ করুন। পরপর ১০টি মঙ্গলবার হনুমানজিকে গুড় নিবেদন করুন, হনুমান চালিসা পাঠ করুন এবং তাঁকে চোলা চড়ান। হনুমানজিকে চমেলি তেল ও সিঁদুর নিবেদন করুন।
advertisement
8/10
এইসব উপায় নিয়মিত পালন করলে শনির প্রভাব অনেকটাই কমে যায় এবং মানসিক ও পারিবারিক শান্তি ফিরে আসে। শাস্ত্র ও অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে প্রতিকার গ্রহণ করাই শ্রেয়।
এইসব উপায় নিয়মিত পালন করলে শনির প্রভাব অনেকটাই কমে যায় এবং মানসিক ও পারিবারিক শান্তি ফিরে আসে। শাস্ত্র ও অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে প্রতিকার গ্রহণ করাই শ্রেয়।
advertisement
9/10
সাড়ে সাতি চলছে কুম্ভ, মীন এবং মেষ রাশির জাতকদের ওপর। এছাড়াও, ধনু রাশির ওপর ৪র্থ স্থানে ও সিংহ রাশির ওপর ৮ম স্থানে ঢৈয়া চলছে। এই রাশির জাতকদের জন্য এটি একটি সতর্কতার সময়।
সাড়ে সাতি চলছে কুম্ভ, মীন এবং মেষ রাশির জাতকদের ওপর। এছাড়াও, ধনু রাশির ওপর ৪র্থ স্থানে ও সিংহ রাশির ওপর ৮ম স্থানে ঢৈয়া চলছে। এই রাশির জাতকদের জন্য এটি একটি সতর্কতার সময়।
advertisement
10/10
ডিসক্লেইমার - উপরের বিষয়গুলি মানতেই হবে এমন কোনও বিষয় নেই৷ কোনও সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ কিছু হলে নিউজ 18 বাংলা কোনওভাবেই দায়ি থাকবে না৷
ডিসক্লেইমার - উপরের বিষয়গুলি মানতেই হবে এমন কোনও বিষয় নেই৷ কোনও সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ কিছু হলে নিউজ 18 বাংলা কোনওভাবেই দায়ি থাকবে না৷
advertisement
advertisement
advertisement