Sawan Sankranti Rituals: আসছে শ্রাবণ সংক্রান্তি! এই তিথিতে একফোঁটা হলেও মুখে দিন এই সুস্বাদু ‘খাবার’! যা ছোঁবেন সোনা ফলবে! সিন্দুক উপচে পড়বে সম্পত্তি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bengali news18
Last Updated:
Sawan Sankranti Rituals: শ্রাবণ সংক্রান্তি বা ঘি সংক্রান্তিতে আপনি কোনও পবিত্র নদীতে স্নান করতে না পারেন, তাহলে বাড়িতে স্নান করুন। জলে গঙ্গাজল মিশিয়ে স্নান করুন। তারপর পরিষ্কার পোশাক পরুন। তারপর সূর্য দেবতাকে জল অর্পণ করুন।
এসেই গেল শ্রাবণ সংক্রান্তি। এর অর্থ হল শ্রাবণ শেষ হয়ে আসছে ভাদ্রমাস। সূর্য কর্কট রাশি ছেড়ে প্রবেশ করবে সিংহ রাশিতে। অন্যান্য যে কোনও সংক্রান্তির মতো এই দিনও সনাতনী মতে খুবই পুণ্যদায়ী ও পবিত্র। এই দিনে পবিত্র নদীতে স্নানের পর মানুষ সূর্যদেবের পূজা করে এবং দান করে। স্নান ও দান করলে পুণ্য আসে এবং সূর্যের কৃপায় ভাগ্য উজ্জ্বল হয়।
advertisement
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এ বছর শ্রাবণ সংক্রান্তি পড়েছে ১৭ অগাস্ট, রবিবার। এই বিশেষ দিনটিকে বলা হয় ঘি সংক্রান্তি। মূলত বাংলার বাইরে শ্রাবণ সংক্রান্তি প্রচলিত ও পরিচিত ঘি সংক্রান্তি নামেই। উত্তরাখণ্ডে বিশেষ ভাবে পালিত হয় এই তিথি। বলছেন শ্রী কাল্লাজি বৈদিক বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের প্রধান ডঃ মৃত্যুঞ্জয় তিওয়ারি।
advertisement
শ্রী কাল্লাজি বৈদিক বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের প্রধান ডঃ মৃত্যুঞ্জয় তিওয়ারি বলেন যে ঘি সংক্রান্তির দিনে ঘি খাওয়া শুভ। এটি বুদ্ধি তীক্ষ্ণ করে এবং স্বাস্থ্যেরও উন্নতি করে। এই দিনে ঘি ব্যবহারের কারণে এটি ঘি সংক্রান্তি নামে পরিচিত। বলা হয় যে যারা ঘি সংক্রান্তিতে ঘি খান না, তাদের পরবর্তী জন্মে শামুক বা শ্লথ হয়ে জন্ম নেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement