Jiban Krishna Saha: আর লুকনোর কোনও জায়গা নেই! জীবনকৃষ্ণের ঘনিষ্ঠ দুই দাগি অযোগ্যদের তালিকায়! কারা তাঁরা? জলের মতো পরিষ্কার এবার সব
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Jiban Krishna Saha: এসএসসি দুর্নীতিকাণ্ডে ইডি হেফাজতে বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। পাশাপাশি, গত শনিবার প্রকাশ হয়েছে দাগি অযোগ্য শিক্ষকদের তালিকা। এবার সেই তালিকায় নাম বিধায়ক জীবনকৃষ্ণের ঘনিষ্ঠকে।
advertisement
বড়ঞার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার ঘনিষ্ঠ হওয়ায় চাকরি দাবি বিরোধীদের। একজন মুর্শিদাবাদের খড়গ্ৰামের হাটপাড়া স্কুলে কর্মরত অন্যজন বড়ঞার সুন্দরপুর হাই স্কুলের কর্মরত। নির্মল কুমার মণ্ডল (১৯৩) সুন্দরপুর হাইস্কুলের বাংলার শিক্ষক। ও শুভঙ্কর মণ্ডল (৩৭০) হাটপাড়া হাই স্কুলের ভূগোলের শিক্ষক। দু'জনের নাম আছে এই লিস্টে।
advertisement
যদিও শিক্ষকদের দাবি, বর্তমানে যে যোগ্য অযোগ্য শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের তালিকা নিয়ে তোলপাড় সারা রাজ্য তা আর বলার অপেক্ষা রাখে না। তাই বর্তমানে একটাই প্রশ্ন উঠছে সর্বত্রই। এই কেলেঙ্কারিতে চুরি করল কে আর সাজা পাচ্ছেন কারা। যদিও এর মাঝে বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার ঘটনার কিছুটা হলেও ব্যতিক্রম রয়েছে।
advertisement
গ্রেফতার হয়েছেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে পরপর দুইবার। একবার সিবিআইয়ের হাতে আর একবার ইডির হাতে গ্রেফতার হয়েছেন বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। এবার অযোগ্য শিক্ষকের তালিকায় নাম রয়েছে বিধায়কের এক ছায়া সঙ্গীর। নাম শুভঙ্কর মণ্ডল, স্থানীয় খড়গ্রাম ব্লকের হাটপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভুগোল বিভাগের শিক্ষক হিসেবে এতোদিন নিযুক্ত ছিলেন তিনি।
advertisement
advertisement