Rahu Gochar 2023: ১৫৩ দিন ধরে টাকা গুনে হাতে ব্যথা ধরে যাবে, অর্থভাগ্য বিশেষ প্রসন্ন হল চার রাশির!
- Published by:Siddhartha Sarkar
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Rahu Gochar Effect: রাহুর প্রভাব একেক রাশির ক্ষেত্রে একেকরকম ভাবে পড়ে। তিনি কুপিত হলে ভাগ্য বিরূপ হয়। আবার সদয় হলে জীবন উজ্জ্বল হয়ে ওঠে।
advertisement
এই সুযোগ এসেছে নবগ্রহের অন্যতম রাহুর কল্যাণে। ভারতীয় জ্যোতিষে তাঁকে ধীরগতিসম্পন্ন রূপে ব্যাখ্যা করা হয়েছে। ১২ এপ্রিল, ২০২৩ তারিখে তিনি গোচর করেছেন মেষ রাশিতে। ৩০ অক্টোবর, ২০২৩ তারিখ পর্যন্ত তিনি মেষেই অবস্থান করবেন। তবে, রাহুর প্রভাব একেক রাশির ক্ষেত্রে একেকরকম ভাবে পড়ে। তিনি কুপিত হলে ভাগ্য বিরূপ হয়। আবার সদয় হলে জীবন উজ্জ্বল হয়ে ওঠে। এবার রাহুর এই প্রসন্নতা এবং বরাভয় লাভ করেছে ৪ রাশি।
advertisement
advertisement
advertisement
advertisement
কুম্ভ-কুম্ভের তৃতীয় কক্ষে রাহুর অধিষ্ঠানের ফলে আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, পরিণামে যে কোনও কাজে সাফল্য অর্জিত হবে সহজেই। এই সময়ে নতুন কাজের প্রস্তাব আসতে পারে যে সূত্র ধরে উপার্জন বৃদ্ধির যোগ রয়েছে। (Disclaimer:প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)


