Nail Cutting Tips: কোন বারে নখ কাটবেন না! কোন দিন নখ কাটলে শুভ? নখ কাটার এই নিয়ম না মানলেই অভাব চেপে ধরবে!

Last Updated:
Nail Cutting Tips: যখন ইচ্ছে নখ কেটে এদিক-ওদিক ফেলে দেন? জানেন কী নিজের ভাগ্য নিজেই খারাপ করছেন! সর্বনাশ হতে পারে
1/7
নখ কাটার কিন্তু বেশ কিছু নিয়ম আছে! বাড়ির দিদা ঠাকুমারা অনেক সময় বলেন, যে আজ কেন নখ কাটছ? কিংবা এই বারে নখ কাটতে নেই! এমন নানা কিছু শুনি আমরা! কিন্তু সকলে সে বিষয়টা মানি না হয়ত! তবে সত্যিই কিন্তু নখ নিয়ে কিছু বিধি নিষেধ আছে যা বদলে দিতে পারে আপনার ভাগ্য! photo source collected
নখ কাটার কিন্তু বেশ কিছু নিয়ম আছে! বাড়ির দিদা ঠাকুমারা অনেক সময় বলেন, যে আজ কেন নখ কাটছ? কিংবা এই বারে নখ কাটতে নেই! এমন নানা কিছু শুনি আমরা! কিন্তু সকলে সে বিষয়টা মানি না হয়ত! তবে সত্যিই কিন্তু নখ নিয়ে কিছু বিধি নিষেধ আছে যা বদলে দিতে পারে আপনার ভাগ্য! photo source collected
advertisement
2/7
নখ কেটে যেখানে সেখানে একেবারেই ফেলতে নেই! কারণ এই নখ দিয়েই কালা ০জাদু বা ব্ল্যাক ম্যাজিক করা যেতে পারে! যদিও সাইন্সের কাছে এর কোনও যুক্তি নেই! তবে যারা এসব করেন তাদের জন্য এই নখ অনেক কাজের! তাই সব সময় নখ কেটে একটি জায়গায় রাখুন! তারপর মাটিতে পুঁতে দিন!  photo source collected
নখ কেটে যেখানে সেখানে একেবারেই ফেলতে নেই! কারণ এই নখ দিয়েই কালা ০জাদু বা ব্ল্যাক ম্যাজিক করা যেতে পারে! যদিও সাইন্সের কাছে এর কোনও যুক্তি নেই! তবে যারা এসব করেন তাদের জন্য এই নখ অনেক কাজের! তাই সব সময় নখ কেটে একটি জায়গায় রাখুন! তারপর মাটিতে পুঁতে দিন! photo source collected
advertisement
3/7
সূর্যাস্তের সময় নখ কাটাকে অশুভ মনে করা হয়! এই সময় নখ কাটলে অশুভ শক্তি প্রবেশ করে! সংসারে অকল্যাণ, অভাব ডেকে আনে!  photo source collected
সূর্যাস্তের সময় নখ কাটাকে অশুভ মনে করা হয়! এই সময় নখ কাটলে অশুভ শক্তি প্রবেশ করে! সংসারে অকল্যাণ, অভাব ডেকে আনে! photo source collected
advertisement
4/7
সূর্যাস্তের সময় নখ কাটলে আত্মবিশ্বাস কমে যায়! কাজের প্রতি অনিহা তৈরি হয়! এবং জীবনের আয় উন্নতি থেমে থাকে!  photo source collected
সূর্যাস্তের সময় নখ কাটলে আত্মবিশ্বাস কমে যায়! কাজের প্রতি অনিহা তৈরি হয়! এবং জীবনের আয় উন্নতি থেমে থাকে! photo source collected
advertisement
5/7
স্নানের পর কখনও নখ কাটতে নেই! নখ কাটার পরেই স্নান করা উচিত! না হলে লক্ষ্মী দেবী রেগে যান! সংসারে নানা বাধার সৃষ্টি হয়!  photo source collected
স্নানের পর কখনও নখ কাটতে নেই! নখ কাটার পরেই স্নান করা উচিত! না হলে লক্ষ্মী দেবী রেগে যান! সংসারে নানা বাধার সৃষ্টি হয়! photo source collected
advertisement
6/7
সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার নখ কাটতে নেই। গ্রহণের সময় নখ কাটতে নেই! এতে ঋণের বোঝা বেড়ে যায়! ধারদেনায় জেরবার হয় জীবন। সংসারে অশান্তি হয়, আয় উন্নতি হয় না! কোনও কাজেই সাফল্য আসে না!  photo source collected
সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার নখ কাটতে নেই। গ্রহণের সময় নখ কাটতে নেই! এতে ঋণের বোঝা বেড়ে যায়! ধারদেনায় জেরবার হয় জীবন। সংসারে অশান্তি হয়, আয় উন্নতি হয় না! কোনও কাজেই সাফল্য আসে না! photo source collected
advertisement
7/7
নখ সব সময় শুক্রবারে কাটলেই শুভ! বাড়ির সামনে যদি বট গাছ থাকে তবে সেখানে নখ পুঁতে দিন শুক্রবারে। আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না! সব কিছুতেই সাফল্য আসবে!  photo source collected
নখ সব সময় শুক্রবারে কাটলেই শুভ! বাড়ির সামনে যদি বট গাছ থাকে তবে সেখানে নখ পুঁতে দিন শুক্রবারে। আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না! সব কিছুতেই সাফল্য আসবে! photo source collected
advertisement
advertisement
advertisement