Mobile Number Numerology: যেমন-তেমন নয়! মোবাইল নম্বর বাছার আগে সাত বার ভাবুন... এই 'অশুভ' নম্বরটি নেই তো? থাকলেই ছারখার জীবন
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
নতুন মোবাইল নম্বর নেওয়ার আগে অবশ্যই এতে 9 আছে কিনা চেক করুন। যে মোবাইল নম্বরে 9 নম্বরটির পুনরাবৃত্তি হয় তা শুভ বলে মনে করা হয়।
টেলিকম সেক্টরে সাইবার জালিয়াতি রুখতে কড়া পদক্ষেপ নিল কেন্দ্র। জারি হল নয়া নিয়ম। নতুন নিয়ম অনুযায়ী, ইউজারের ট্র্যাফিক ডেটা (মেসেজের বিষয়বস্তু ছাড়া)-এর সাতসতেরো কেন্দ্রীয় সরকারকে জানানো মোবাইল অপারেটরদের জন্য বাধ্যতামূলক। এছাড়া সাইবার নিরাপত্তা লঙ্ঘনের কোনও ঘটনা ঘটলে ৬ ঘণ্টার মধ্যে কেন্দ্রকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মোবাইল নম্বরে সংখ্যা ২ যদি এক বারই উপস্থিত থাকে: এমনটা হলে এই ধরনের মোবাইল নম্বরধারী ব্যক্তি প্রখর বুদ্ধির অধিকারী হন। সেই সঙ্গে এঁরা স্বভাব এবং আচরণের দিক থেকেও বেশ সংবেদনশীল হন। এই ধরনের নম্বরধারীরা সাধারণত সক্রিয় এবং কর্মযোগী থাকতে সক্ষম হন। এ-ছাড়া এঁরা সব দিক থেকে আশাবাদী এবং প্রেমের ক্ষেত্রেও এঁরা সেটা প্রকাশ করতে পারেন।
advertisement
advertisement