Mauni Amavasya Unlucky Zodiac Signs 2026: কর্মক্ষেত্রে সাবধান! বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝি! ঘরে বাইরে ঝগড়া! মৌনী অমাবস্যায় দুর্ভাগ্যের কবলে সিংহ-সহ ৩ রাশি!
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Mauni Amavasya Unlucky Zodiac Signs 2026: মৌনী অমাবস্যার প্রভাব পড়বে জ্যোতিষশাস্ত্রে৷ কিছু রাশির সুসময় আসবে মাঘী পূর্ণিমার কল্যাণে৷ তবে কিছু রাশির ক্ষেত্রে শুরু হতে পারে কঠিন সময়৷ দেখে নিন কোন কোন রাশির ভাগ্য সুপ্রসন্ন হবে না এই অমানিশায়৷
advertisement
advertisement
এ বছর মৌনী অমাবস্যা পালিত হবে ১৮ জানুয়ারি৷ এ বছর মাঘী বা মৌনী অমাবস্যা শুরু হচ্ছে ১৭ জানুয়ারি (শনিবার) রাত ১২.০৪ মিনিটে৷ এই পুণ্যতিথি থাকবে ১৮ জানুয়ারি, রবিবার রাত ১.২১ মিনিট পর্যন্ত৷ অর্থাৎ উদয় তিথি অনুসারে, অমাবস্যার নিশিপালন ও অমাবস্যার অন্যান্য ক্রিয়াকর্ম পালিত হবে ১৮ জানুয়ারি রবিবারই৷
advertisement
advertisement
advertisement











