Makar Sankranti 2026: আজ মকর সংক্রান্তির দিন ভুলেও এই জিনিসগুলো দান করবেন না—নইলে বিপদ অনিবার্য!
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
২০২৬ সালে একই দিনে মকর সংক্রান্তি ও ষট্টিলা একাদশী—জানুন পণ্ডিত দীপ লাল জয়পুরির নির্দেশিত নিয়ম ও খাদ্যবিধি
সনাতন ধর্মে মকর সংক্রান্তি ও ষট্টিলা একাদশী ব্রত–এর বিশেষ গুরুত্ব রয়েছে। এই বছর ১৪ জানুয়ারি ২০২৬ তারিখে মকর সংক্রান্তি উৎসব পালিত হবে এবং একই দিনে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত ষট্টিলা একাদশীও পড়ছে—যা অত্যন্ত শুভ ও বিরল যোগ বলে মনে করা হচ্ছে। জ্যোতিষীদের মতে, এই বিরল যোগের ফলে ওই দিনে করা স্নান, উপবাস ও দান বহুগুণ বেশি পুণ্যফল প্রদান করে। এই উপলক্ষে কোন কোন নিয়ম মানা উচিত, সে বিষয়ে উত্তর প্রদেশের আম্বালার জ্যোতিষী পণ্ডিত দীপ লাল জয়পুরি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।
advertisement
পঞ্জিকা অনুযায়ী, ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির শুভ সময় থাকবে সকাল ৯টা ০৩ মিনিট থেকে বিকেল ৫টা ৪৬ মিনিট পর্যন্ত। পাশাপাশি মহা পুণ্যকাল চলবে সকাল ৯টা ০৩ মিনিট থেকে ১০টা ৪৮ মিনিট পর্যন্ত—এমনটাই জানানো হয়েছে। এই সময়ে পবিত্র স্নান ও দান করলে পাপক্ষয় হয় এবং ধন–ঐশ্বর্য বৃদ্ধি পায় বলে উল্লেখ করা হয়েছে। তবে জ্যোতিষীদের পরামর্শ অনুযায়ী, এই পুণ্যকালে করা প্রতিটি কাজ শাস্ত্রসম্মত নিয়ম মেনে করা অত্যন্ত জরুরি।
advertisement
এইবার মকর সংক্রান্তি ও ষট্টিলা একাদশী একসঙ্গে পড়ায় কিছু খাদ্যসংক্রান্ত নিয়ম কঠোরভাবে মানার পরামর্শ দিয়েছেন জ্যোতিষী। তিনি জানান, এই দিনে চাল, অন্যান্য শস্য, পেঁয়াজ, লবণ, রসুন ও ডালজাতীয় খাবার সম্পূর্ণভাবে পরিহার করা উচিত। পাশাপাশি তামসিক খাবার কোনো অবস্থাতেই গ্রহণ করা যাবে না। এছাড়াও রান্নার সময় তিলের তেল, ঘি, ক্যানোলা তেল ও সয়াবিন তেল ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়েছে। জ্যোতিষীর মতে, এই তেলগুলো ব্যবহার করলে ষট্টিলা একাদশীর পুজোর পূর্ণ ফল লাভ করা যায় না।
advertisement
তবে জ্যোতিষী জানিয়েছেন, এই দিনে কিছু নির্দিষ্ট খাবার গ্রহণের অনুমতি রয়েছে। তিনি বলেন, তিল, গুড়, চিনাবাদাম, মৌসুমি ফল, শাকসবজি, সাবুদানা, বাকউইট (কুট্টু), দুধ, নারকেল ও পানিফল (ওয়াটার চেস্টনাট) দিয়ে তৈরি খাবার খাওয়া যেতে পারে। রান্নার ক্ষেত্রে রক সল্ট (সেঁধে নোনা লবণ), ঘি, অলিভ অয়েল বা সূর্যমুখী তেল ব্যবহার করা যেতে পারে বলেও তিনি উল্লেখ করেছেন।
advertisement
দান করার ক্ষেত্রেও বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি বলে জানিয়েছেন পণ্ডিত দীপ লাল জয়পুরি। তিনি বলেন, ষট্টিলা একাদশীর দিনে চালসহ শস্যদানা, লোহার জিনিস, লবণ, তামসিক খাবার, ধারালো বস্তু ও তেল দান করা উচিত নয়। জ্যোতিষীর সতর্কবার্তা অনুযায়ী, এসব জিনিস দান করলে ঘরে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং তা পাপকর্মের ফল ডেকে আনতে পারে।
advertisement
তবে পুণ্য লাভের জন্য কিছু নির্দিষ্ট জিনিস দান করা অত্যন্ত শুভ বলে জানিয়েছেন পণ্ডিত দীপ লাল জয়পুরি। তিনি বলেন, ফল, শাকসবজি, বস্ত্র, ধর্মীয় সামগ্রী, জল, গুড়, তিল, দুধ, অর্থ, ছাতা, চপ্পল, চিনাবাদাম ও হলুদ রঙের জিনিস দান করলে শুভ ফল লাভ হয়। এই সমস্ত নিয়ম মেনে মকর সংক্রান্তি ও ষট্টিলা একাদশী পালন করলে জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে, এমনটাই জানিয়েছেন জ্যোতিষী।
advertisement










