Maghi Purnima Snan: মাঘী পূর্ণিমার মাহাত্ম্য জানেন ! এই পূর্ণিমায় মহাকুম্ভে স্নান কেন এত পবিত্র মনে করা হয় জানেন?

Last Updated:
জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, মাঘী পূর্ণিমায় 'পুণ্য স্নান' করা হয়। জেনে নেওয়া যাক মাঘী পূর্ণিমায় কেন স্নান মাহাত্ম্য রয়েছে।
1/6
Maghi purnima 2025, Maghi purnima 2025 snan, Maghi Purnima 2025 Bengali date, maghi purnima snan ka shubh muhurt, maghi purnima snan mahatva, maghi purnima bath, auspicious time of maghi purnima snan, when to do maghi purnima snan, do donate after bathing
প্রয়াগরাজে মহাকুম্ভে দেশ-বিদেশের বহু পুণ্যার্থীর সমাগম হয়েছে। প্রতি দিন মহাকুম্ভে সঙ্গমে লক্ষ লক্ষ মানুষের জন সমাগম হচ্ছে। প্রতীকী ছবি
advertisement
2/6
Maghi purnima 2025, Maghi purnima 2025 snan, Maghi Purnima 2025 Bengali date, maghi purnima snan ka shubh muhurt, maghi purnima snan mahatva, maghi purnima bath, auspicious time of maghi purnima snan, when to do maghi purnima snan, do donate after bathing
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, পূর্ণিমা এবং অমাবস্যায় বিশেষ সংযোগ তৈরি হয় এবং এই সময় স্নান করা অতান্ত শুভ বলে মনে করা হয়। ১২ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন স্নান মাহাত্ম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতীকী ছবি
advertisement
3/6
যারা কেমিস্ট বা রাজনৈতিক, সামাজিক কাজে যুক্ত আছেন তাদের জন্য আজকের দিন বিশেষভাবে লাভজনক থাকবে। যদি আপনি কোনো নতুন কাজ বা ব্যবসা শুরু করতে চান তাহলে আজকের দিন আপনার জন্য বিশেষভাবে অনুকূল থাকবে। বিদেশি ক্ষেত্র থেকেও আপনি আজ লাভবান হবেন।
জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, মাঘী পূর্ণিমায় 'পুণ্য স্নান' করা হয়। জেনে নেওয়া যাক মাঘী পূর্ণিমায় কেন স্নান মাহাত্ম্য রয়েছে। প্রতীকী ছবি
advertisement
4/6
দক্ষিণ দিনাজপুর : কুম্ভে যাওয়াই যেন কাল হল! বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে চোরের তাণ্ডব বালুরঘাটের রঘুনাথপুর এলাকায় এক শিক্ষকের বাড়িতে। কুম্ভ মেলা থেকে ফিরেই চক্ষু ছানাবড়া হরিপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যম দত্তর। রঘুনাথপুর এলাকার বাসিন্দা তিনি।
মাঘী পূর্ণিমার স্নানের শুভ মুহূর্তবৈদিক পঞ্চাঙ্গ অনুসারে, মাঘী পূর্ণিমার দিন ভোর ৫টা বেজে ১০ মিনিট থেকে সকাল ৬টা বেজে ১০ মিনিট পর্যন্ত শুভ মুহূর্ত থাকবে। প্রতীকী ছবি
advertisement
5/6
মালদহ: কুম্ভ মেলার দর্শনার্থীদের জন্য সুখবর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেল। পশ্চিমবঙ্গ থেকেও একাধিক কুম্ভ মেলা স্পেশাল ট্রেন চলবে। দেশ বিদেশের বহু ভক্ত দর্শনার্থী এই কুম্ভ মেলায় আসেন।
মাঘী পূর্ণিমার দিন দান করা খুব শুভ বলে মনে করা হয়। মনে করা হয় এই দিন অসহায় ব্যক্তিদের ফল, কাপড় দান করলে জীবনে সুখ সমৃদ্ধি নেমে আসে। প্রতীকী ছবি
advertisement
6/6
ডিসক্লেইমার - উপরের বিষয়গুলি মানতেই হবে এমন কোনও বিষয় নেই৷ কোনও সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ কিছু হলে নিউজ 18 বাংলা কোনওভাবেই দায়ি থাকবে না৷
ডিসক্লেইমার - উপরের বিষয়গুলি মানতেই হবে এমন কোনও বিষয় নেই৷ কোনও সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ কিছু হলে নিউজ 18 বাংলা কোনওভাবেই দায়ি থাকবে না৷
advertisement
advertisement
advertisement