পরিবারের চিন্তা থেকে বোনের বিয়ে, মধ্যপ্রদেশে এক লহমায় ভাগ্য বদল দুই যুবকের! মাটি খুঁড়ে তাঁরা পেলেন ৫০ লাখের হিরে!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
মাটি খুঁড়তে গিয়ে জীবন বদলে গেল মধ্যপ্রদেশের পান্না জেলার দুই তরুণের। পান্না জেলায় মাটি খুঁড়তে গিয়ে ভাগ্য বদল হল বছর ২৪-এর সতীশ খটিক এবং বছর ২৩-এর সাজিদ মহম্মদের।
জানা গিয়েছে, মাটি খুঁড়তে গিয়ে ১৫.৩৪ ক্যারাট উচ্চমানের হিরে পাওয়া গিয়েছে বলে খবর। এই মোট হিরের মূল্য ৫০ লক্ষ টাকা।
advertisement
advertisement
খুঁড়ে পাওয়া হিরে ইতিমধ্যেই পান্না ডায়মন্ড অফিসে জমা দিয়েছেন দুজন। তাদের পরের সরকারি নিলামের দিন হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।এই প্রসঙ্গে সতীশ এবং সাজিদ জানায়, "এই মাটি খুঁড়ে পাওয়া হিরে আমাদের পরিবারের আর্থিক অবস্থা উন্নতির জন্য আর আমাদের বোনের বিয়ের ক্ষেত্রে বড় স্বস্তি দেবে।" এরপরেই দুজন হাসিমুখে বলেন, "এই হিরে পেয়ে আমরা খুশিতে উদ্বেলিত।"
advertisement
advertisement







