পরিবারের চিন্তা থেকে বোনের বিয়ে, মধ্যপ্রদেশে এক লহমায় ভাগ্য বদল দুই যুবকের! মাটি খুঁড়ে তাঁরা পেলেন ৫০ লাখের হিরে!

Last Updated:
মাটি খুঁড়তে গিয়ে জীবন বদলে গেল মধ্যপ্রদেশের পান্না জেলার দুই তরুণের। পান্না জেলায় মাটি খুঁড়তে গিয়ে ভাগ্য বদল হল বছর ২৪-এর সতীশ খটিক এবং বছর ২৩-এর সাজিদ মহম্মদের। জানা গিয়েছে, মাটি খুঁড়তে গিয়ে ১৫.৩৪ ক্যারাট উচ্চমানের হিরে পাওয়া গিয়েছে বলে খবর। এই মোট হিরের মূল্য ৫০ লক্ষ টাকা।
1/5
অনেক সময় এই হীরেগুলোকে সাধারণ ছোটো পাথর ভেবে অবহেলা করা হয়। কিন্তু সেগুলোই অনেকের জীবন বদলে দিয়েছে। ২০১৯ সালে, জোন্নাগিরিতে একজন শ্রমিক ১৪ লক্ষ টাকার হীরে পেয়েছিলেন, আর পাশের পেরাবালি গ্রামের এক কৃষক পেয়েছিলেন ২ লক্ষ টাকার হীরা। মাত্র তিন দিনের মধ্যে ওই এলাকায় প্রায় ১০ লক্ষ টাকার হীরে খুঁজে পাওয়া গিয়েছিল।
মাটি খুঁড়তে গিয়ে জীবন বদলে গেল মধ্যপ্রদেশের পান্না জেলার দুই তরুণের। পান্না জেলায় মাটি খুঁড়তে গিয়ে ভাগ্য বদল হল বছর ২৪-এর সতীশ খটিক এবং বছর ২৩-এর সাজিদ মহম্মদের।জানা গিয়েছে, মাটি খুঁড়তে গিয়ে ১৫.৩৪ ক্যারাট উচ্চমানের হিরে পাওয়া গিয়েছে বলে খবর। এই মোট হিরের মূল্য ৫০ লক্ষ টাকা।
advertisement
2/5
“এই তিনটি হীরার মধ্যে একটি রত্ন মানের, যা খুব উচ্চ মানের হিসাবে বিবেচিত হয়, অন্য দুটি একটু নিম্ন মানের,” কর্মকর্তা বলেছেন। রাজপুরের আদিবাসী বাসিন্দা বিনিতা গন্ড তার সহযোগীদের সঙ্গে হীরা অফিস থেকে লিজ পাওয়ার পর পতি এলাকায় একটি খনি স্থাপন করেছেন, সিংহ শেয়ার করেছেন।
জানা গিয়েছে এই দুই যুবক আদতে রানিগঞ্জের বাসিন্দা, তাঁরা দুজনেই ২০ দিন আগে মধ্যপ্রদেশের কৃষ্ণ কল্যাণপুর এলাকার জমি লিজ নেন।নিজের পরিবারকে সাহায্য করার জন্য এবং বোনের বিয়ের জন্য ভাগ্য অন্বেষণে নেমেছিলেন দুজন। আর ভাগ্যদেবতা মুহূর্তেই মুখ তুলে তাকান!
advertisement
3/5
হীরা গুলি ১.৪৮ ক্যারেট, এবং ২০ ও ৭ সেন্ট ওজনের, তাদের প্রকৃত মূল্য নির্ধারণের জন্য নিলামে তোলা হবে, মঙ্গলবার পন্না জেলার হিরে বিষয়ক আধিকারিক অনুপম সিংহ বলেছেন।
খুঁড়ে পাওয়া হিরে ইতিমধ্যেই পান্না ডায়মন্ড অফিসে জমা দিয়েছেন দুজন। তাদের পরের সরকারি নিলামের দিন হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।এই প্রসঙ্গে সতীশ এবং সাজিদ জানায়, "এই মাটি খুঁড়ে পাওয়া হিরে আমাদের পরিবারের আর্থিক অবস্থা উন্নতির জন্য আর আমাদের বোনের বিয়ের ক্ষেত্রে বড় স্বস্তি দেবে।" এরপরেই দুজন হাসিমুখে বলেন, "এই হিরে পেয়ে আমরা খুশিতে উদ্বেলিত।"
advertisement
4/5
৩) প্রশ্ন - ভারতের কোন রাজ্যকে কোহিনূর বলা হয়? উত্তর - অন্ধ্রপ্রদেশকে দেশের কোহিনূর বলা হয়। কোহিনূর হীরাটি এখানে উপস্থিত গোলকুন্ডা খনি থেকে উত্তোলন করা হয়েছিল। আর সেই কারণেই এমন নামকরণ।
জানা গিয়েছে, সতীশ নিজের এলাকায় একটি মাংসের দোকান চালান। অন্যদিকে সাজিদের পরিবার খনির কাজ করেন প্রজন্ম ধরে।
advertisement
5/5
একটি আদিবাসী মহিলা মধ্যপ্রদেশের পন্না জেলার একটি খনিতে তিনটি মূল্যবান হীরা খুঁজে পেয়েছেন, যা কয়েক লক্ষ টাকা মূল্যের হতে পারে, একজন কর্মকর্তা ঘোষণা করেছেন।
এই প্রসঙ্গে ওই অঞ্চলের খনিজ এবং হিরে আধিকারিক রবি প্যাটেল এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ১৫.৩৪ ক্যারাট উচ্চমানের হিরে পাওয়া গিয়েছে বলে খবর। এই মোট হিরের মূল্য ৫০ লক্ষ টাকা।
advertisement
advertisement
advertisement