Maghi Purnima 2024: চলতি ফেব্রুয়ারির ২৩ না ২৪? সর্বাধিক পুণ্যলাভে মাঘ পূর্ণিমার ব্রত পালন কোন দিনে বাঞ্ছনীয়, তারিখ ও সময় জানুন এক নজরে

Last Updated:
Magh Purnima 2024: মাঘ পূর্ণিমায় স্নান, দান, যজ্ঞ, উপবাস ও জপ করা হয়। এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করা, পিতৃপুরুষের শ্রাদ্ধ করা এবং দরিদ্রদের দান করা খুবই শুভ বলে মনে করা হয়।
1/12
Maghi Purnima 2024: প্রত্যেকটি তিথিরই রয়েছে বিশেষ গুরুত্ব। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে অমাবস্যা এবং পূর্ণিমা তিথি। শুক্লপক্ষের শেষ দিন পূর্ণিমা নামে খ্যাত, বছরে ১২টি পূর্ণিমা তিথি পাওয়া যায়। এদের মধ্যে আবার মাঘ পূর্ণিমা তিথি অতীব পুণ্যময়।
Maghi Purnima 2024: প্রত্যেকটি তিথিরই রয়েছে বিশেষ গুরুত্ব। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে অমাবস্যা এবং পূর্ণিমা তিথি। শুক্লপক্ষের শেষ দিন পূর্ণিমা নামে খ্যাত, বছরে ১২টি পূর্ণিমা তিথি পাওয়া যায়। এদের মধ্যে আবার মাঘ পূর্ণিমা তিথি অতীব পুণ্যময়।
advertisement
2/12
Maghi Purnima 2024: এই জায়গায় এসে একটা প্রশ্ন উঠবে। বাংলা পঞ্জিকা অনুসারে এখন ফাল্গুন মাস চলছে। চলতি ফেব্রুয়ারি মাসে শুরু হয়ে গিয়েছে বসন্ত ঋতু।
Maghi Purnima 2024: এই জায়গায় এসে একটা প্রশ্ন উঠবে। বাংলা পঞ্জিকা অনুসারে এখন ফাল্গুন মাস চলছে। চলতি ফেব্রুয়ারি মাসে শুরু হয়ে গিয়েছে বসন্ত ঋতু।
advertisement
3/12
Maghi Purnima 2024: এই তো সদ্য আমরা উদযাপন করেছি বসন্ত পঞ্চমীর উৎসব। তাহলে মাঘ মাস, যা শীত ঋতুর অন্তর্গত, তা কীভাবে এই ফেব্রুয়ারি মাসে পড়ছে?
Maghi Purnima 2024: এই তো সদ্য আমরা উদযাপন করেছি বসন্ত পঞ্চমীর উৎসব। তাহলে মাঘ মাস, যা শীত ঋতুর অন্তর্গত, তা কীভাবে এই ফেব্রুয়ারি মাসে পড়ছে?
advertisement
4/12
Maghi Purnima 2024: আসলে, সর্বভারতীয় পঞ্জিকা মতে এখন মাঘ মাস চলছে। ফলে যে পূর্ণিমা তিথি সমাগত, তা মাঘ পূর্ণিমা রূপেই চিহ্নিত হবে।
Maghi Purnima 2024: আসলে, সর্বভারতীয় পঞ্জিকা মতে এখন মাঘ মাস চলছে। ফলে যে পূর্ণিমা তিথি সমাগত, তা মাঘ পূর্ণিমা রূপেই চিহ্নিত হবে।
advertisement
5/12
Maghi Purnima 2024: পৌরাণিক বিশ্বাস অনুসারে, মাঘ মাসে দেবতারা পৃথিবীতে এসে মানব রূপ ধারণ করেন এবং প্রয়াগে স্নান, দান ও জপ করেন।
Maghi Purnima 2024: পৌরাণিক বিশ্বাস অনুসারে, মাঘ মাসে দেবতারা পৃথিবীতে এসে মানব রূপ ধারণ করেন এবং প্রয়াগে স্নান, দান ও জপ করেন।
advertisement
6/12
Maghi Purnima 2024: তাই এই দিনে প্রয়াগে গঙ্গা স্নান করা খুবই শুভ বলে মনে করা হয়। এর মাধ্যমে মানুষের সকল মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং সে মোক্ষ লাভ করে।
Maghi Purnima 2024: তাই এই দিনে প্রয়াগে গঙ্গা স্নান করা খুবই শুভ বলে মনে করা হয়। এর মাধ্যমে মানুষের সকল মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং সে মোক্ষ লাভ করে।
advertisement
7/12
Maghi Purnima 2024: কীভাবে এই মাঘ পূর্ণিমা ব্রত পালন করতে হয়, সে কথা আমাদের জানিয়েছেন উজ্জয়িনীর প্রখ্যাত জ্যোতিষী। তিনি বলেন যে মাঘ পূর্ণিমায় স্নান, দান, যজ্ঞ, উপবাস ও জপ করা হয়।
Maghi Purnima 2024: কীভাবে এই মাঘ পূর্ণিমা ব্রত পালন করতে হয়, সে কথা আমাদের জানিয়েছেন উজ্জয়িনীর প্রখ্যাত জ্যোতিষী। তিনি বলেন যে মাঘ পূর্ণিমায় স্নান, দান, যজ্ঞ, উপবাস ও জপ করা হয়।
advertisement
8/12
Maghi Purnima 2024: এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করা, পিতৃপুরুষের শ্রাদ্ধ করা এবং দরিদ্রদের দান করা খুবই শুভ বলে মনে করা হয়। মাঘ পূর্ণিমার দিন সকালে সূর্যোদয়ের আগে পবিত্র নদী বা জলাশয়ে স্নান করা উচিত।
Maghi Purnima 2024: এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করা, পিতৃপুরুষের শ্রাদ্ধ করা এবং দরিদ্রদের দান করা খুবই শুভ বলে মনে করা হয়। মাঘ পূর্ণিমার দিন সকালে সূর্যোদয়ের আগে পবিত্র নদী বা জলাশয়ে স্নান করা উচিত।
advertisement
9/12
Maghi Purnima 2024: এর পরে, সূর্য মন্ত্র পাঠ করার সময়, সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে হয়। এর পর উপবাসের অঙ্গীকার নিয়ে ভগবান মধুসূদনের পূজা করতে হবে।
Maghi Purnima 2024: এর পরে, সূর্য মন্ত্র পাঠ করার সময়, সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে হয়। এর পর উপবাসের অঙ্গীকার নিয়ে ভগবান মধুসূদনের পূজা করতে হবে।
advertisement
10/12
Maghi Purnima 2024: বিকেলে দরিদ্র ও ব্রাহ্মণদের খাওয়াতে হবে এবং ভিক্ষা দিতে হবে। বিশেষ করে কালো তিল দান করতে হবে। মাঘ মাসে কালো তিল দিয়ে যজ্ঞ করতে হবে এবং কালো তিল দিয়ে পিতৃপুরুষদের তর্পণ করতে হবে।
Maghi Purnima 2024: বিকেলে দরিদ্র ও ব্রাহ্মণদের খাওয়াতে হবে এবং ভিক্ষা দিতে হবে। বিশেষ করে কালো তিল দান করতে হবে। মাঘ মাসে কালো তিল দিয়ে যজ্ঞ করতে হবে এবং কালো তিল দিয়ে পিতৃপুরুষদের তর্পণ করতে হবে।
advertisement
11/12
Maghi Purnima 2024: তাহলে কোন তারিখে মাঘ পূর্ণিমার ব্রত পালন করা হবে এ বছর? মাঘ পূর্ণিমা শুরু হচ্ছে ২৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে বিকেল ৩টে ৩৬ মিনিটে।
Maghi Purnima 2024: তাহলে কোন তারিখে মাঘ পূর্ণিমার ব্রত পালন করা হবে এ বছর? মাঘ পূর্ণিমা শুরু হচ্ছে ২৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে বিকেল ৩টে ৩৬ মিনিটে।
advertisement
12/12
Maghi Purnima 2024: মাঘ পূর্ণিমা শেষ হচ্ছে ২৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে সন্ধ্যা সন্ধ্যা ৬টা ০৩ মিনিটে। সুতরাং, উদয় তিথি বা সূর্যোদয়ের নিয়ম অনুসারে, মাঘ পূর্ণিমা ২৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে উদযাপিত হবে। স্নান এবং দান করার জন্য শুভ সময়: ভোর ৫টা ১১ মিনিট - সকাল ৬টা ০২ মিনিট
Maghi Purnima 2024: মাঘ পূর্ণিমা শেষ হচ্ছে ২৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে সন্ধ্যা সন্ধ্যা ৬টা ০৩ মিনিটে। সুতরাং, উদয় তিথি বা সূর্যোদয়ের নিয়ম অনুসারে, মাঘ পূর্ণিমা ২৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে উদযাপিত হবে। স্নান এবং দান করার জন্য শুভ সময়: ভোর ৫টা ১১ মিনিট - সকাল ৬টা ০২ মিনিট
advertisement
advertisement
advertisement