Lucky Zodiac 21st August: দুঃখ, কষ্ট, যন্ত্রণা এবার শেষ! আজ ২১ অগাস্ট থেকে জীবন বদলাতে শুরু করবে এই ৫ রাশির! হাতে আসবে বিপুল অর্থ, বাড়বে সম্মান, দৌড়বে ঝিমিয়ে থাকা ভাগ্য...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Lucky Zodiac 21st August: আজ ২১ আগস্টের শুভ যোগ—গৌরী যোগ, ত্রিগ্রহ যোগ, গুরু পুষ্য যোগ ও সর্বার্থ সিদ্ধি যোগ। এই ৫ রাশির জন্য দিনটি লাভজনক হবে। ধনলাভ, ক্যারিয়ারে উন্নতি ও পরিবারের শান্তি মিলবে। কোন কোন রাশির কথা বলা হয়েছে জানুন...
২১ আগস্টের শুভ যোগ আজ ২১ আগস্ট, বৃহস্পতিবার। এই দিনে ভাদ্রপদ মাসের কৃষ্ণ পক্ষের ত্রয়োদশীর পর চতুর্দশী তিথি থাকবে। তিথির দেবতা হবেন ভগবান শিব এবং দিনের দেবতা হবেন ভগবান বিষ্ণু। এই দিনে চন্দ্র দেব স্বরাশিতে কর্কটে থেকে বুধের সঙ্গে অবস্থান করবেন। ফলে গৌরী যোগের সৃষ্টি হবে। একই সঙ্গে চন্দ্র, শুক্র ও বুধ কর্কট রাশিতে যুক্ত হয়ে ত্রিগ্রহ যোগ তৈরি করবে। উপরন্তু, বৃহস্পতিবারে পুষ্য নক্ষত্রের প্রভাবে গুরুপুষ্য যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগও তৈরি হবে। ফলে মীনসহ পাঁচ রাশির জন্য দিনটি অত্যন্ত শুভ প্রমাণিত হবে।
advertisement
চন্দ্রের গোচর ও শুভ সংযোগ ২১ আগস্টে দিন-রাত চন্দ্রের গোচর কর্কট রাশিতে থাকবে। বৃহস্পতিবার হওয়ায় দিনের অধিপতি হবেন বৃহস্পতি। চন্দ্রের স্বরাশিতে গোচরের ফলে গৌরী যোগ সৃষ্টি হবে। এদিন কর্কটে বুধ ও শুক্রও অবস্থান করবে, ফলে চন্দ্রের সঙ্গে যুক্ত হয়ে ত্রিগ্রহ যোগ তৈরি করবে। পাশাপাশি পুষ্য নক্ষত্রের প্রভাবে বৃহস্পতিবারে গুরুপুষ্য যোগও হবে। এর সঙ্গে সর্বার্থ সিদ্ধি যোগ তৈরি হওয়ায় দিনটি ভগবান শিব ও বিষ্ণুর কৃপায় বিশেষ ফলপ্রদ হবে।
advertisement
মেষ রাশি: বৃহস্পতিবার মেষ রাশির জাতকদের জন্য বিশেষ দিন হতে চলেছে। ব্যবসায় কাঙ্ক্ষিত লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত সম্পত্তি সংক্রান্ত কাজে ভালো মুনাফা হতে পারে। রিয়েল এস্টেট, প্রপার্টি ডিলিং বা ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের জন্য দিনটি উপকারী। বন্ধু ও আত্মীয়দের সাহায্য মানসিকভাবে শক্তি দেবে। পাশাপাশি যানবাহনের সুবিধা পেতে পারেন। পরিবারে সুখ-সমৃদ্ধি থাকবে এবং জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবেন। মাতৃপক্ষ থেকে অর্থ সহায়তা বা মায়ের মতো নারীদের স্নেহ পেতে পারেন।
advertisement
advertisement
মিথুন রাশি: মিথুন রাশির জাতকদের জন্য বৃহস্পতিবার হবে শুভ। বুদ্ধি ও বিচক্ষণতার জোরে প্রতিদ্বন্দ্বীদের হারাতে পারবেন। ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য আসবে। বিশেষ করে হোটেল, রেস্তোরাঁ ইত্যাদির সঙ্গে যুক্তদের কাঙ্ক্ষিত লাভ হবে। এদিন আপনি নিজের সম্পদ বৃদ্ধি করতে অর্থ ব্যয় করতে পারেন। বাকপটুতায় মানুষের মন জয় করবেন। পরিবার থেকেও সমর্থন পাবেন। তাঁদের ভরসায় আত্মবিশ্বাস বাড়বে। পৈতৃক সম্পত্তি থেকে লাভের সম্ভাবনা আছে, সঞ্চিত অর্থও বাড়বে।
advertisement
advertisement
কর্কট রাশি: কর্কট রাশির জন্য বৃহস্পতিবার হবে অত্যন্ত শুভ। আপনার পরিকল্পিত কাজ সময়মতো সম্পূর্ণ হবে। আত্মবিশ্বাস বাড়বে, ব্যক্তিত্বে বিশেষ জ্যোতি দেখা যাবে। মানুষ আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে। এদিন আপনাকে কোথাও মধ্যস্থতা করার প্রস্তাব আসতে পারে। রাজনীতি বা সমাজসেবার সঙ্গে যুক্তদের জন্য পদ, সম্মান বা মর্যাদা অর্জনের সুযোগ আসতে পারে। আপনাকে কোনও সভা বা মিটিংয়ে বক্তব্য রাখার সুযোগও মিলতে পারে। আপনার বক্তৃতা প্রশংসিত হবে। জীবনযাত্রার সুবিধা বৃদ্ধি পাবে, পরিবারে অনুকূল পরিবেশ থাকবে এবং জীবনসঙ্গীর সহযোগিতা মিলবে।
advertisement
advertisement
কন্যা রাশি: কন্যা রাশির জাতকদের জন্য বৃহস্পতিবার হবে লাভজনক। কর্মজীবন থেকে ব্যবসা পর্যন্ত অর্থ উপার্জনের নতুন সুযোগ আসবে। প্রচেষ্টা করলে সফলতা মিলবে এবং মুনাফা বাড়বে। আয় বৃদ্ধি পাবে, ব্যয় নিয়ন্ত্রিত থাকবে। কোনও পুরোনো ইচ্ছে পূরণ হতে পারে। সামাজিক পরিসরও বাড়বে। বন্ধুদের সমর্থন মিলবে, নতুন সম্পর্ক গড়ে তুলতে পারবেন। পরিবারে বড় ভাই-বোনদের সাহায্যে অগ্রগতি হবে। যদি দাম্পত্যে অশান্তি চলছিল, এদিন তা মিটে যাবে। দাম্পত্য জীবন সুখী হবে।
advertisement
advertisement
মীন রাশি: মীন রাশির জাতকদের জন্য বৃহস্পতিবার হবে ফলপ্রদ। সৃজনশীল কাজে সাফল্য আসবে। সিনেমা, টেলিভিশন, শিল্প, সংগীতের সঙ্গে যুক্তদের প্রত্যাশার চেয়ে ভালো ফল আসবে। কাজের নতুন স্বীকৃতি পেতে পারেন। সিনিয়র কারও কাছ থেকে প্রশংসা মিলতে পারে। আয়ের নতুন সুযোগ আসবে। ছাত্রছাত্রীদের জন্যও দিনটি শুভ। পূর্বে করা কাজ এদিন লাভ দেবে। পরিশ্রম সফল হবে। পরিবারে আনন্দ ও উল্লাস থাকবে। সন্তানের কাছ থেকে সুখবর পেয়ে গর্বিত অনুভব করবেন।
advertisement
advertisement
advertisement