Vastu tips: লাল কাপড়, ঘিয়ের প্রদীপ আর ক’টা লবঙ্গ! কাজটা করুন কাউকে না জানিয়ে, ফল মিলবেই

Last Updated:
এমনই একটি প্রতিকার হল, লবঙ্গ এবং ঘিয়ের প্রদীপের মাধ্যমে করা এই প্রতিকার৷ লবঙ্গ যেমন খাবারের স্বাদবৃদ্ধি করে, তেমনই নানাবিধ প্রতিকারের উপাদান হিসাবেও এটি খুব কার্যকরী৷
1/5
শারদ পূর্ণিমা অন্যতম পুণ্যতিথি হিসাবে বিবেচিত৷ এই পূর্ণিমার গুরুত্ব অপরিসীম৷ বিশেষজ্ঞেরা জানান, এই সময়কালে বিশেষ কিছু প্রতিকার করলে দৈনন্দিন সমস্যা, অর্থকষ্ট, ঋণ থেকে মুক্তি পাওয়া যায়৷ সংসারে সুসংবাদ বয়ে আসে, অর্থপ্রবাহ বাড়ে৷
শারদ পূর্ণিমা অন্যতম পুণ্যতিথি হিসাবে বিবেচিত৷ এই পূর্ণিমার গুরুত্ব অপরিসীম৷ বিশেষজ্ঞেরা জানান, এই সময়কালে বিশেষ কিছু প্রতিকার করলে দৈনন্দিন সমস্যা, অর্থকষ্ট, ঋণ থেকে মুক্তি পাওয়া যায়৷ সংসারে সুসংবাদ বয়ে আসে, অর্থপ্রবাহ বাড়ে৷
advertisement
2/5
এমনই একটি প্রতিকার হল, লবঙ্গ এবং ঘিয়ের প্রদীপের মাধ্যমে করা এই প্রতিকার৷ লবঙ্গ যেমন খাবারের স্বাদবৃদ্ধি করে, তেমনই নানাবিধ প্রতিকারের উপাদান হিসাবেও এটি খুব কার্যকরী৷
এমনই একটি প্রতিকার হল, লবঙ্গ এবং ঘিয়ের প্রদীপের মাধ্যমে করা এই প্রতিকার৷ লবঙ্গ যেমন খাবারের স্বাদবৃদ্ধি করে, তেমনই নানাবিধ প্রতিকারের উপাদান হিসাবেও এটি খুব কার্যকরী৷
advertisement
3/5
শারদ পূর্ণিমার দিন এই বিশেষ প্রতিকার করতে হলে আমাদের প্রয়োজন চারটি লবঙ্গ, প্রদীপ, ঘি, তুলোর সলতে এবং সঙ্গে একটি লাল কাপড়৷
শারদ পূর্ণিমার দিন এই বিশেষ প্রতিকার করতে হলে আমাদের প্রয়োজন চারটি লবঙ্গ, প্রদীপ, ঘি, তুলোর সলতে এবং সঙ্গে একটি লাল কাপড়৷
advertisement
4/5
মা লক্ষ্মীর প্রতিমার সামনে একটি ঘি-এর প্রদীপ জ্বালান৷ তারপরে তার পাশে দু’টি লবঙ্গ রাখুন৷ বাকি লবঙ্গ দু’টি একটি লাল শুদ্ধ কাপড়ে পুঁটলি করুন৷ তারপরে রেখে দিন নিরাপদ স্থানে৷ তবে মনে রাখবেন, এই কাজ করার সময় কাউকে কিছু বলবেন না, কারও সামনেও কিছু করবেন না৷
মা লক্ষ্মীর প্রতিমার সামনে একটি ঘি-এর প্রদীপ জ্বালান৷ তারপরে তার পাশে দু’টি লবঙ্গ রাখুন৷ বাকি লবঙ্গ দু’টি একটি লাল শুদ্ধ কাপড়ে পুঁটলি করুন৷ তারপরে রেখে দিন নিরাপদ স্থানে৷ তবে মনে রাখবেন, এই কাজ করার সময় কাউকে কিছু বলবেন না, কারও সামনেও কিছু করবেন না৷
advertisement
5/5
এই প্রতিকার পালনের কিছুদিন পর থেকেই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনি৷ সংসার থেকে অর্থকষ্ট দূর হবে৷ ঋণের বোঝা কমতে শুরু করবে৷ কাঙ্খিত সাফল্য আসবে৷ (Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ ১৮ নিশ্চিত করে না৷ প্রয়োজন হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷)
এই প্রতিকার পালনের কিছুদিন পর থেকেই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনি৷ সংসার থেকে অর্থকষ্ট দূর হবে৷ ঋণের বোঝা কমতে শুরু করবে৷ কাঙ্খিত সাফল্য আসবে৷ (Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ ১৮ নিশ্চিত করে না৷ প্রয়োজন হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷)
advertisement
advertisement
advertisement