Ketu Gochar 2023: দেড় বছর পর কেতুর গোচর! উজ্জ্বল হতে চলেছে ৪ রাশির জাতক-জাতিকাদের ভাগ্য
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
Ketu Gochar 2023 zodiac effects: আগামীতে কেতুর অবস্থান পরিবর্তন আমাদের রাশিচক্রের চারটি রাশির জাতক-জাতিকাদের নানা ভাবে উপকৃত করতে চলেছে।
ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে, কেতুকে ছায়া গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। এই গ্রহ সর্বদা বক্র পদ্ধতিতে চলেন। তাই যখনই কোনও ব্যক্তির কুণ্ডলীতে কেতুর অবস্থান অশুভ হয়, তখনই সেই ব্যক্তিকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। কেতু সাধারণত দেড় বছর পর পর নিজের রাশি পরিবর্তন করেন। চলতি বছরের আগামী ৩০ অক্টোবর এই গ্রহ তুলা রাশিতে প্রবেশ করতে চলেছেন।
advertisement
advertisement
বৃষ রাশি- বৈদিক জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য কেতুর গোচর বিশেষ উপকারী প্রমাণিত হবে। এই সময়ে জাতক-জাতিকাদের স্বাস্থ্যের উন্নতি হবে। তাঁরা মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। কোনও দীর্ঘ দূরত্বে ভ্রমণে যেতে পারেন। কেতুর গোচরের কারণে বৃষ রাশির জাতক-জাতিকারা নানা আর্থিক সুবিধা পাবেন, আটকে থাকা কাজ শেষ হবে, যাঁরা অংশীদারিত্বে কোনও কাজ করতে চান তাঁদের জন্যও সময়টি লাভজনক হবে।
advertisement
তুলা রাশি- বৈদিক জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে যাঁদের রাশি তুলা, তাঁরা কেতুর গোচরে নিশ্চিত উপকার পাবেন। এই সময় পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আগের থেকে আরও গভীর হবে। কেউ যদি সম্পত্তিতে বিনিয়োগ করতে চান তবে এই সময়টি সেরা। এই সময় জাতক-জাতিকারা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, সমাজে সম্মান বৃদ্ধি পাবে।
advertisement
advertisement
মকর রাশি- কেতুর গোচর মকর রাশির জাতক-জাতিকাদের প্রভূত অর্থ প্রদান করবে। এই সময় আয়ের নতুন নতুন উৎস তৈরি হবে, চাকরিজীবীরা বড় পদের দায়িত্ব পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য এই সময়টি অত্যন্ত লাভজনক। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)