Jamai Sasthi 2024: কেন পালিত হয় জামাইষষ্ঠী? জামাই ছাড়াও কি হয় এই ষষ্ঠীর উপাচার?
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Jamai Sasthi Real Reason: জামাইষষ্ঠী শুধু জামাইয়ে বসিয়ে, আদর-যত্নে নানা পদ খাওয়ানো নয়, এর পিছনে রয়েছে অনেক নিয়মকানুন৷ বিভিন্ন আচর পালনের মাধ্যমে হয় আসল জামাইষষ্ঠী৷
Jamai Sasthi 2024 Date- Rituals: আসছে জামাইষষ্ঠী৷ ষষ্ঠীর রীতি পালনে বাঙালি বারাবরই এগিয়ে৷ আর কথায় আছে জামাই আদর৷৷ ফলে জামাইষষ্ঠীর এই নিয়মে যেন একটু বেশিই আয়োজন৷ জামাইষষ্ঠী শুধু জামাইয়ে বসিয়ে, আদর-যত্নে নানা পদ খাওয়ানো নয়, এর পিছনে রয়েছে অনেক নিয়মকানুন৷ বিভিন্ন আচর পালনের মাধ্যমে হয় আসল জামাইষষ্ঠী৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এই দিনে জামাইকে আদর করে নানা পদ খাওয়ানোর রীতি রয়েছে৷ মাছ-মাংস যেমন থাকে তেমনই বাঙালির মিষ্টি বাদ যায় না৷ একই সঙ্গে মরশুমি ফল যেমন আম-জাম-কাঁঠাল-লিচুও দেওয়া হয় জামাইয়ের পাতে৷ এই ষষ্ঠীর নিয়ম মেনে গোটা পরিবার একত্রিত হয় এবং সকলে মিলে একটা দিন কাটানো হয়৷ ফলে একপ্রকার উৎসবে পরিণত হয়েছে এই বিশেষ দিন৷


