Itu Puja Bisarjan Rituals: সামনেই অঘ্রাণের সংক্রান্তি! ইতুলক্ষ্মীর বিসর্জনে দিন লাল ও হলুদ রঙের এই ২ ফুলের মালা! সংসারে উপচে পড়বে টাকা, সৌভাগ্য, শান্তি

Last Updated:
Itu Puja Bisarjan Rituals: ব্রতীকে আজীবন পালন করতে হয় এই ব্রত। যখন পরের প্রজন্মে মেয়ে বা পুত্রবধূ এই ব্রত গ্রহণ করেন, তাহলেই একমাত্র ব্রতপালন ত্যাগ করা যায়
1/8
এ বছর অগ্রহায়ণ মাসের সংক্রান্তি পড়েছে ১৬ ডিসেম্বর, সোমবার। সেদিনই পালিত হবে ইতুপুজোর সাধ ও বিসর্জন। এই মাসে বাংলার ঘরে ঘরে ওঠে নতুন ফসল। পালিত হয় নবান্ন। ইতুপুজোর রীতিনীতিও জড়িয়ে আছে কৃষিসভ্যতার সঙ্গে।
এ বছর অগ্রহায়ণ মাসের সংক্রান্তি পড়েছে ১৬ ডিসেম্বর, সোমবার। সেদিনই পালিত হবে ইতুপুজোর সাধ ও বিসর্জন। এই মাসে বাংলার ঘরে ঘরে ওঠে নতুন ফসল। পালিত হয় নবান্ন। ইতুপুজোর রীতিনীতিও জড়িয়ে আছে কৃষিসভ্যতার সঙ্গে।
advertisement
2/8
ইতু মূলত সূর্যদেবের পুজো। সূর্যদেবের আর এক নাম সবিতা বা মিত্র। সেই নামের অপভ্রংশই হল ইতু। তার সঙ্গে শস্যশ্যামলার দিকটি জড়িয়ে গিয়েছে বলে অনেকে ইতুলক্ষ্মীর পুজোও বলে থাকেন। বলছেন জ্যোতিষ বিশারদ কল্কি রাম।
ইতু মূলত সূর্যদেবের পুজো। সূর্যদেবের আর এক নাম সবিতা বা মিত্র। সেই নামের অপভ্রংশই হল ইতু। তার সঙ্গে শস্যশ্যামলার দিকটি জড়িয়ে গিয়েছে বলে অনেকে ইতুলক্ষ্মীর পুজোও বলে থাকেন। বলছেন জ্যোতিষ বিশারদ কল্কি রাম।
advertisement
3/8
কার্তিক সংক্রান্তির দিন শুরু হয় ইতুপুজোর ব্রত। তার পর অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার এই ব্রত পালন করেন ব্রতীরা। যেহেতু সূর্য বা রবির পুজো, তাই পালিত হয় রবিবার করেই। সকলে মেয়েই এই ব্রতপালন করেন।
কার্তিক সংক্রান্তির দিন শুরু হয় ইতুপুজোর ব্রত। তার পর অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার এই ব্রত পালন করেন ব্রতীরা। যেহেতু সূর্য বা রবির পুজো, তাই পালিত হয় রবিবার করেই। সকলে মেয়েই এই ব্রতপালন করেন।
advertisement
4/8
ব্রতীকে আজীবন পালন করতে হয় এই ব্রত। যখন পরের প্রজন্মে মেয়ে বা পুত্রবধূ এই ব্রত গ্রহণ করেন, তাহলেই একমাত্র ব্রতপালন ত্যাগ করা যায়।
ব্রতীকে আজীবন পালন করতে হয় এই ব্রত। যখন পরের প্রজন্মে মেয়ে বা পুত্রবধূ এই ব্রত গ্রহণ করেন, তাহলেই একমাত্র ব্রতপালন ত্যাগ করা যায়।
advertisement
5/8
অগ্রহায়ণ সংক্রান্তিতে ইতুলক্ষ্মীকে অবশ্যই নিবেদন করুন গাঁদা এবং জবা ফুলের মালা। সঙ্গে ধূপ, দীপ, দূর্বা, বেলপাতা, সিঁদুর, মিষ্টি, নৈবেদ্য, কালো তিল, ফলমূল, হরিতকী দিন। পূজারী দিয়ে পুজো করালে তাঁকে দক্ষিণা দিন সাধ্যমতো।
অগ্রহায়ণ সংক্রান্তিতে ইতুলক্ষ্মীকে অবশ্যই নিবেদন করুন গাঁদা এবং জবা ফুলের মালা। সঙ্গে ধূপ, দীপ, দূর্বা, বেলপাতা, সিঁদুর, মিষ্টি, নৈবেদ্য, কালো তিল, ফলমূল, হরিতকী দিন। পূজারী দিয়ে পুজো করালে তাঁকে দক্ষিণা দিন সাধ্যমতো।
advertisement
6/8
সূর্যোদয় থেকে ব্রতপালন শুরু হয়। চলে সূর্যাস্ত পর্যন্ত। ইতুলক্ষ্মীকে সাজিয়ে দিন পাঁচরকমের মরশুমি ফল, পাঁচরকমের শুকনো ফল। পাশাপাশি পুজোয় নিবেদন করুন মিষ্টি, নতুন গুড়, নতুন চালের গুঁড়ো, নতুন গুড়ে পাক দেওয়া খই, পাটালি কাঁচা পিঠে ও নবান্ন।
সূর্যোদয় থেকে ব্রতপালন শুরু হয়। চলে সূর্যাস্ত পর্যন্ত। ইতুলক্ষ্মীকে সাজিয়ে দিন পাঁচরকমের মরশুমি ফল, পাঁচরকমের শুকনো ফল। পাশাপাশি পুজোয় নিবেদন করুন মিষ্টি, নতুন গুড়, নতুন চালের গুঁড়ো, নতুন গুড়ে পাক দেওয়া খই, পাটালি কাঁচা পিঠে ও নবান্ন।
advertisement
7/8
ইতুপুজো এবং বিসর্জনের দিন একবারই অন্নগ্রহণ করেন ব্রতীরা। দিনের বেলা পুজোর প্রসাদের পায়েস খেয়ে ব্রতীরা উপবাস ভঙ্গ করলে রাতে ময়দার কোনও খাবার গ্রহণ করেন।
ইতুপুজো এবং বিসর্জনের দিন একবারই অন্নগ্রহণ করেন ব্রতীরা। দিনের বেলা পুজোর প্রসাদের পায়েস খেয়ে ব্রতীরা উপবাস ভঙ্গ করলে রাতে ময়দার কোনও খাবার গ্রহণ করেন।
advertisement
8/8
সূর্যাস্তের সময় ইতুলক্ষ্মী নিরঞ্জন করুন। তার আগে পান সুপারি দিয়ে বরণ করুন দেবীকে।
সূর্যাস্তের সময় ইতুলক্ষ্মী নিরঞ্জন করুন। তার আগে পান সুপারি দিয়ে বরণ করুন দেবীকে।
advertisement
advertisement
advertisement