Diwali 2023 Lucky Coloures: দিওয়ালিতে কোন রাশির কোন রঙের পোশাকে ভাগ্য খুলবে? জানুন জ্যোতিষকথা

Last Updated:
Diwali 2023 Lucky Coloures: জ্যোতিষশাস্ত্র মতে, বৃষ রাশির উচিত নীল রং বেছে নেওয়া। বাড়তি ঝকমকে ব্যাপার ছাড়াই ভাল দেখাবে এই পোশাকে।
1/10
আলোর উৎসব দীপাবলি। এমন রঙিন ও উজ্জ্বল দিনে নতুন পোশাক পরার চল বহুদিনের। তবে এবারে আর যেমন-তেমন পোশাক নয়, জীবনে শান্তি-সাফল্য ও অর্থে উদয়ে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রং বুঝে পোশাক কিনুন। জানুন জ্যোতিষকথা। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
আলোর উৎসব দীপাবলি। এমন রঙিন ও উজ্জ্বল দিনে নতুন পোশাক পরার চল বহুদিনের। তবে এবারে আর যেমন-তেমন পোশাক নয়, জীবনে শান্তি-সাফল্য ও অর্থে উদয়ে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রং বুঝে পোশাক কিনুন। জানুন জ্যোতিষকথা। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/10
জ্যোতিষশাস্ত্র মতে, বৃষ রাশির উচিত নীল রং বেছে নেওয়া। বাড়তি ঝকমকে ব্যাপার ছাড়াই ভাল দেখাবে এই পোশাকে।
জ্যোতিষশাস্ত্র মতে, বৃষ রাশির উচিত নীল রং বেছে নেওয়া। বাড়তি ঝকমকে ব্যাপার ছাড়াই ভাল দেখাবে এই পোশাকে।
advertisement
3/10
মিথুন রাশির জাতক বা জাতিকারা খুব উচ্ছ্বল স্বভাবের হয়। তার সঙ্গে তাল মিলিয়ে এদের পরা উচিত কমলা রঙের পোশাক।
মিথুন রাশির জাতক বা জাতিকারা খুব উচ্ছ্বল স্বভাবের হয়। তার সঙ্গে তাল মিলিয়ে এদের পরা উচিত কমলা রঙের পোশাক।
advertisement
4/10
কর্কট জাতকরা প্রকৃতির কাছাকাছি থাকতে ভালবাসে। তাই তাদের জন্য সেরা রং হল সবুজ। এতে তাঁদের ব্যক্তিত্বে আসবে স্নিগ্ধতা।
কর্কট জাতকরা প্রকৃতির কাছাকাছি থাকতে ভালবাসে। তাই তাদের জন্য সেরা রং হল সবুজ। এতে তাঁদের ব্যক্তিত্বে আসবে স্নিগ্ধতা।
advertisement
5/10
সিংহ রাশির সাজপোশাকের মধ্যে থাকে আভিজাত্য এবং আত্মবিশ্বাসের ছোঁয়া। সিংহ রাশির জন্য সেরা হবে খয়েরি রং।
সিংহ রাশির সাজপোশাকের মধ্যে থাকে আভিজাত্য এবং আত্মবিশ্বাসের ছোঁয়া। সিংহ রাশির জন্য সেরা হবে খয়েরি রং।
advertisement
6/10
কন্যা রাশি পছন্দ করে আধুনিক এবং শান্ত স্নিগ্ধ লুক। আর সেই জন্যই এদের জন্য বেছে দেওয়া হয়েছে সাদা রং।
কন্যা রাশি পছন্দ করে আধুনিক এবং শান্ত স্নিগ্ধ লুক। আর সেই জন্যই এদের জন্য বেছে দেওয়া হয়েছে সাদা রং।
advertisement
7/10
উজ্জ্বল রঙ যা উৎসবের মেজাজের সঙ্গে মানানসই হয় সেটাই হচ্ছে তুলার সবচেয়ে পছন্দ। তাই তুলা রাশি পরতে পারে হলুদ রঙের পোশাক। দিওয়ালির সঙ্গেও দিব্যি মানাবে এই রং।
উজ্জ্বল রঙ যা উৎসবের মেজাজের সঙ্গে মানানসই হয় সেটাই হচ্ছে তুলার সবচেয়ে পছন্দ। তাই তুলা রাশি পরতে পারে হলুদ রঙের পোশাক। দিওয়ালির সঙ্গেও দিব্যি মানাবে এই রং।
advertisement
8/10
বৃশ্চিক চায় ঝলমলে আকর্ষণীয় রঙে সাজতে। আর সেই জন্য এদের ভাল লাগবে মেরুন রঙের পোশাকে। ধনু রাশি খুব সুন্দর করে সাজতে পারে। এদের সাজে একটা রাজকীয় ব্যাপার থাকে। তাই এঁদের জন্য যথার্থ রং হল বেগুনি।
বৃশ্চিক চায় ঝলমলে আকর্ষণীয় রঙে সাজতে। আর সেই জন্য এদের ভাল লাগবে মেরুন রঙের পোশাকে। ধনু রাশি খুব সুন্দর করে সাজতে পারে। এদের সাজে একটা রাজকীয় ব্যাপার থাকে। তাই এঁদের জন্য যথার্থ রং হল বেগুনি।
advertisement
9/10
এই রাশি চায় ভিড়ের মধ্যে আলাদা থাকতে। এদের জন্য সেরা রং হল কালো। সবাই যেভাবে সাজে, কুম্ভ ঠিক তার বিপরীতে যেতে চায়। তাই এদের পছন্দের রং একটু অন্য ধারার হয়। কুম্ভ রাশির জন্য ভাল হবে ধূসর রং।
এই রাশি চায় ভিড়ের মধ্যে আলাদা থাকতে। এদের জন্য সেরা রং হল কালো। সবাই যেভাবে সাজে, কুম্ভ ঠিক তার বিপরীতে যেতে চায়। তাই এদের পছন্দের রং একটু অন্য ধারার হয়। কুম্ভ রাশির জন্য ভাল হবে ধূসর রং।
advertisement
10/10
বেশি উগ্র হবে না কিন্তু সবার চোখ পড়বে, মীন রাশি এমন পোশাক চায়। এদের জন্য দারুণ হবে গোলাপি রং। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বেশি উগ্র হবে না কিন্তু সবার চোখ পড়বে, মীন রাশি এমন পোশাক চায়। এদের জন্য দারুণ হবে গোলাপি রং। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
advertisement
advertisement