Astro Tips: প্রতারণা করার আগে একবারও ভাবে না এই রাশির জাতক-জাতিকারা! প্রেম করার আগে সাবধান
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
সিংহ রাশির জাতক বা জাতিকা যদি মনে করেন, তাদের ঠিক মতো মূল্য দেওয়া হচ্ছে না। এরা বিশ্বাস ভাঙতেও দুবার ভাবে না।
প্রেমে প্রতারণা সহ্য করা খুবই কঠিন৷ প্রতারণার কোনও জাতি হয় না৷ তবে জ্যোতিষ কিন্তু অন্য কথা বলে। জাতক-জাতিকার রাশিচক্র বিচার করলে তারা প্রেমের ব্যাপারে কেমন হবে তার আভাস পাওয়া যায়। সতর্ক থাকলে প্রতারিত হওয়া এড়ানো যেতে পারে। কোন ৫টি রাশির মানুষ প্রেমে বেশি প্রতারণা করে জানেন? এর মধ্যে প্রথমেই আসে মেষ৷ এরা প্রেমে থাকতে ভালবাসেন। কিন্তু খুব আবেগপ্রবণ। এরা যদি মনে করেন, তাঁদের কিছু তাই। এরা সেটে পেয়ে ছাড়েন। সম্পর্কে থাকাকালীন এঁদের যদি কাউকে পছন্দ হয় এঁরা দুবার ভাববেন না প্রতারণা করতে। আবেগে ভেসে গিয়ে এঁরা সম্পর্কে প্রতারণা করতে দুবার ভাবে না।
advertisement
advertisement
advertisement
তুলা(২৩ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): এরা সামাজিক এবং বহির্মুখী। এরা এমনিতেই একাধির মানুষের সঙ্গে ফ্লার্ট করতে পছন্দ করে। একজন মানুষের সঙ্গে এরা সেভাবে দীর্ঘদিন থাকতে পারে না। তাই এরা সম্পর্কে থেকেও অন্য নানা পুরুষ বা নারীর সঙ্গে সম্পর্র রাখেন। এরা এটিকে কোনও দোষ বলেও মনে করেন না। এরা বিষয়টিকেই স্বাভাবিক বলে মনে করেন।
advertisement









