Relationship: প্রেম ও বিবাহিত জীবনে কখনও হবেন না ব্যর্থ! মেনে চলুন চাণক্যের এই ৫ নীতি

Last Updated:
Best 5 Chanakya Neeti to get success in Love Life and Marriage Life intimate Relationship: প্রেম ও বৈবাহিক জীবনে নানা সমস্যা সৃষ্টি হয়। অনেকের জীবন দুর্বিসহ হয়ে ওঠে। তবে প্রেম ও বিবাহিত জীবনকে সুখের করতে আচার্য চাণক্যের নীতিতে এমন ধরনের পুরুষের কথা বলা হয়েছে যারা কখনওনই প্রেমে ব্যর্থ হয় না। আর আপনিও যদি প্রেমে ব্যর্থ হতে না চান তাহলে অবশ্যই মেনে চলুন এই নীতি।
1/6
প্রেম ও বৈবাহিক জীবনে নানা সমস্যা সৃষ্টি হয়। অনেকের জীবন দুর্বিসহ হয়ে ওঠে। তবে প্রেম ও বিবাহিত জীবনকে সুখের করতে আচার্য চাণক্যের নীতিতে এমন ধরনের পুরুষের কথা বলা হয়েছে যারা কখনওনই প্রেমে ব্যর্থ হয় না। আর আপনিও যদি প্রেমে ব্যর্থ হতে না চান তাহলে অবশ্যই মেনে চলুন এই নীতি।
প্রেম ও বৈবাহিক জীবনে নানা সমস্যা সৃষ্টি হয়। অনেকের জীবন দুর্বিসহ হয়ে ওঠে। তবে প্রেম ও বিবাহিত জীবনকে সুখের করতে আচার্য চাণক্যের নীতিতে এমন ধরনের পুরুষের কথা বলা হয়েছে যারা কখনওনই প্রেমে ব্যর্থ হয় না। আর আপনিও যদি প্রেমে ব্যর্থ হতে না চান তাহলে অবশ্যই মেনে চলুন এই নীতি।
advertisement
2/6
সম্মান ও বিশ্বাস জানায় যে পুরুষ: চাণক্যের মতে, যে সমস্ত পুরুষেরা নিজের পরিবার, স্ত্রী, প্রেমিকাকে শ্রদ্ধা করে, সম্মান জানায় এবং সম্মানের সঙ্গে স্ত্রীর প্রতি ভদ্র ব্যবহার করে তারাই সঠিকভাবে এবং সফলভাবে নিজেদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে পারে। এই ধরনের পুরুষেরা তাদের সঙ্গীর গুরুত্বকে মর্যাদা দেয়। কখনওই তাদের উপেক্ষা করে না। এছাড়া সঙ্গীর বিশ্বাস কখনও ভাঙা উচিৎ নয়। কারণ বিশ্বাস সম্পর্কের ভিতকে আরও সুদৃঢ় করে।
সম্মান ও বিশ্বাস জানায় যে পুরুষ: চাণক্যের মতে, যে সমস্ত পুরুষেরা নিজের পরিবার, স্ত্রী, প্রেমিকাকে শ্রদ্ধা করে, সম্মান জানায় এবং সম্মানের সঙ্গে স্ত্রীর প্রতি ভদ্র ব্যবহার করে তারাই সঠিকভাবে এবং সফলভাবে নিজেদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে পারে। এই ধরনের পুরুষেরা তাদের সঙ্গীর গুরুত্বকে মর্যাদা দেয়। কখনওই তাদের উপেক্ষা করে না। এছাড়া সঙ্গীর বিশ্বাস কখনও ভাঙা উচিৎ নয়। কারণ বিশ্বাস সম্পর্কের ভিতকে আরও সুদৃঢ় করে।
advertisement
3/6
সম্পর্কে সৎ থাকা: ভালোবাসা জীবন বা দাম্পত্য জীবন তখনই সুখের হয় যখন একে অপরের জন্য নিজেদের ছোট ছোট ইচ্ছা ত্যাগ করে। সম্পর্কের মধ্যে দুই ব্যক্তি যখন তুমি, আমি চিন্তাভাবনাকে সরিয়ে আমাদের বা আমরা অনুভূতি আনে তখন সেই সম্পর্ক চির সুখের হয়। সেই সম্পর্কে কষ্ট বলে কিছুই থাকেনা। অর্থাৎ যেকোনো সম্পর্কের ক্ষেত্রেই দুই ব্যক্তি যদি একে অপরের প্রতি সৎ থাকে, একে অপরের প্রতি বিশ্বাস থাকে তাহলে তাদের সেই সম্পর্ক অনেক মজবুত হয়, অনেক সুখের হয়।
সম্পর্কে সৎ থাকা: ভালোবাসা জীবন বা দাম্পত্য জীবন তখনই সুখের হয় যখন একে অপরের জন্য নিজেদের ছোট ছোট ইচ্ছা ত্যাগ করে। সম্পর্কের মধ্যে দুই ব্যক্তি যখন তুমি, আমি চিন্তাভাবনাকে সরিয়ে আমাদের বা আমরা অনুভূতি আনে তখন সেই সম্পর্ক চির সুখের হয়। সেই সম্পর্কে কষ্ট বলে কিছুই থাকেনা। অর্থাৎ যেকোনো সম্পর্কের ক্ষেত্রেই দুই ব্যক্তি যদি একে অপরের প্রতি সৎ থাকে, একে অপরের প্রতি বিশ্বাস থাকে তাহলে তাদের সেই সম্পর্ক অনেক মজবুত হয়, অনেক সুখের হয়।
advertisement
4/6
পরকীয়ায় নারাজ: যে সমস্ত পুরুষেরা নিজের প্রেমিকা বা স্ত্রী থাকাকালীন অন্য কোনও মহিলার প্রতি কু-দৃষ্টিতে নজর দেয় না, বা অন্য কারোর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে না তারা খুব সহজেই সারাজীবন প্রেমের সম্পর্ককে টিকিয়ে রাখতে পারে।
পরকীয়ায় নারাজ: যে সমস্ত পুরুষেরা নিজের প্রেমিকা বা স্ত্রী থাকাকালীন অন্য কোনও মহিলার প্রতি কু-দৃষ্টিতে নজর দেয় না, বা অন্য কারোর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে না তারা খুব সহজেই সারাজীবন প্রেমের সম্পর্ককে টিকিয়ে রাখতে পারে।
advertisement
5/6
সুরক্ষা প্রদান: যখন কোনও মেয়ে নিজের পরিবার ছেড়ে অন্যের বাড়িতে চলে আসে তার অর্থ হল সেই নারী তার সঙ্গীকে সবথেকে বেশি ভালবাসে এবং বিশ্বাস করে। চাণক্য মতে, এহেন পরিস্থিতিতে সমস্ত পুরুষেরই উচিত সেই নারীর পাশে থাকা এবং তার সুরক্ষা প্রদান করা। শুধু তাই নয়, তার সমস্ত সমস্যার দিকেও খেয়াল রাখা।
সুরক্ষা প্রদান: যখন কোনও মেয়ে নিজের পরিবার ছেড়ে অন্যের বাড়িতে চলে আসে তার অর্থ হল সেই নারী তার সঙ্গীকে সবথেকে বেশি ভালবাসে এবং বিশ্বাস করে। চাণক্য মতে, এহেন পরিস্থিতিতে সমস্ত পুরুষেরই উচিত সেই নারীর পাশে থাকা এবং তার সুরক্ষা প্রদান করা। শুধু তাই নয়, তার সমস্ত সমস্যার দিকেও খেয়াল রাখা।
advertisement
6/6
শারীরিক তৃপ্তি: সম্পর্কের মধ্যে শারীরিক সম্পর্ক আসবেই। আর তা বজায় রাখা দুজনেরই কতর্ব্য। একজন পুরুষের উচিত সবসময় তার স্ত্রীকে উপলব্ধি করানো যে তিনি সবথেকে উপযুক্ত ব্যক্তি। মানসিক শান্তির পাশাপাশি তাকে শারীরিক তৃপ্তিও দেওয়াটাও একজন পুরুষের কতর্ব্য। এতে দুজনের সম্পর্ক অটুট থাকে।
শারীরিক তৃপ্তি: সম্পর্কের মধ্যে শারীরিক সম্পর্ক আসবেই। আর তা বজায় রাখা দুজনেরই কতর্ব্য। একজন পুরুষের উচিত সবসময় তার স্ত্রীকে উপলব্ধি করানো যে তিনি সবথেকে উপযুক্ত ব্যক্তি। মানসিক শান্তির পাশাপাশি তাকে শারীরিক তৃপ্তিও দেওয়াটাও একজন পুরুষের কতর্ব্য। এতে দুজনের সম্পর্ক অটুট থাকে।
advertisement
advertisement
advertisement