Astrology Tips: এই ধরনের নাকছাবি পরুন! দাম্পত্যসুখে পাগল হবেন, অর্থের পর্বতে উঠবেন নিশ্চিত
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Shubhagata Dey
Last Updated:
Astrology Tips: এক কুচি সোনার নাকছাবিই দেখতে দেখতে ফিরিয়ে দিতে পারে ভাগ্য, জীবন করে তুলতে পারে সমৃদ্ধ। কীভাবে, তা দেখে নেওয়া যাক এক এক করে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*শুধু দেবী লক্ষ্মীই নন, সোনার সঙ্গে সম্পর্ক আছে নবগ্রহের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য বৃহস্পতি এবং চন্দ্রেরও। জ্যোতিষশাস্ত্র মতে, সোনার নাকছাবি পরলে কুণ্ডলীতে বৃহস্পতির অবস্থান দৃঢ় হয়, পরিণামে জীবন সর্ব সঙ্কট থেকে মুক্ত হয়। অন্যদিকে, চন্দ্রের অবস্থান সুখদায়ক হওয়ায় মনে শান্তি আসে, সব দুঃখ দূর হয়। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
*এ তো গেল আর্থিক এবং সৌভাগ্যের দিক। সৌভাগ্য শব্দটার উপরে এ ক্ষেত্রে আরেকটু জোর দিচ্ছে জ্যোতিষশাস্ত্র। এর উৎপত্তির মূলে রয়েছে সুভগ। সংস্কৃতে ভগ অর্থে স্বামীকেও বোঝায়। তিনিই সুভগা, যিনিই মনের মতো স্বামী লাভ করেছেন। সে কারণেই সৌভাগ্য তাঁর করায়ত্ত। অতএব, গৃহিণীরা সোনার নাকছাবি পরলে দাম্পত্যসুখ যে অক্ষয় হবে, সে কথাও বলতে ভুলছে না জ্যোতিষশাস্ত্র। সংগৃহীত ছবি।








