৩১ মার্চ বুধ গ্রহ মঙ্গলের রাশি মেষে প্রবেশ করতে চলেছে। এই রাশিতে ইতিমধ্যেই উপস্থিত রয়েছে রাহু ও শুক্র। মেষ রাশিতে বুধ, রাহু ও শুক্র, এই তিন গ্রহের সংযোগের কারণে গঠিত হবে 'ত্রিগ্রহী যোগ'। এই ত্রিগ্রহী যোগের কারণে ভাগ্য বদলাতে চলেছে ৩ রাশির। রয়েছে বিশাল অর্থ প্রাপ্তির যোগ। জেনে নিন কারা সেই সৌভাগ্যবানেরা--
মেষ রাশি-- মেষ রাশিতেই ত্রিগ্রহী যোগ সৃষ্টি হতে চলেছে। এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। রয়েছে বিশাল অর্থ প্রাপ্তির যোগ। হাতে আসবে প্রচুর টাকা। অপ্রত্যাশিতভাবেই বিশাল সম্পত্তি লাভ করবেন। দাম্পত্য অশান্তি মিটে যাবে, পারিবারিক শান্তি বজায় থাকবে । অবিবাহিত জাতকদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে।
কর্কট রাশি-- নতুন আয়ের উৎস খুলবে। হাতে আসবে প্রচুর টাকা। জীবনের সব বাধা দূর হবে। এতদিনের সমস্ত ধার-দেনা মিটে যাবে, উলটে বাড়বে সঞ্চয়। চাকরিতে পদোন্নতি হবে, ব্যবসায়ীরা বিশাল মুনাফা করবে। সোনা-রুপো ব্যবসায়ীদের ভাল লাভ হবে। প্রেম জীবন রোম্যান্টিক হবে, প্রাক্তন প্রেম জীবনে ফিরে আসতে পারে। বাইরে ঘুরতে যাওয়ার সম্ভাবনা আছে।