Astrology Tips: সংসারে অশান্তি থামছেই আছে, হওয়া কাজ পণ্ড হচ্ছে, নেতিবাচক শক্তি দূর করে লবঙ্গের ছোট্ট ব্যবহার
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:ANNANYA DEY
Last Updated:
Clove Astrology: বহু চেষ্টার পর থামছে না পারিবারিক কলহ। এমনকি বহু চেষ্টা সত্বেও হয়ে যাওয়া কাজ হচ্ছে না। তাহলে আপনার সমস্যা সমাধান করবে লবঙ্গ...
advertisement
advertisement
*পণ্ডিতজী জানিয়েছেন, ঘরে লবঙ্গ থাকে। এই লবঙ্গ নেতিবাচক শক্তি দূর করতে দারুন কার্যকরী। শুধু জানতে হবে লবঙ্গের ব্যবহার। অনেক পরিশ্রম করার পরেও দেখা যায় হওয়া কাজ হচ্ছে না। দীর্ঘদিন ধরে কোনও কাজ আটকে থাকলে পান পাতায় লবঙ্গ, এলাচ ও সুপরি মুড়ে গণেশকে অর্পণ করতে হবে। প্রতি বুধবার করে এমন করলে সমস্ত কাজে বাধা দূর হবে এবং সাফল্য আসতে পারে।
advertisement
advertisement