Astro Tips on 18th August: আর মাত্র কয়েক ঘণ্টা, কাটিয়ে দিতে পারলেই ১৮ অগাস্ট থেকে সুসময় শুরু এই ৫ রাশির! বদলে যাবে জীবন, টাকার বৃষ্টিতে ভাসবে সবাই...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Astro Tips on 18th August: ১৮ আগস্টের দিন কিছু রাশির জাতকদের জন্য বেশ চমৎকার হতে চলেছে। এই রাশি জাতকদের আজ প্রচুর লাভ দেখতে পাওয়া যাবে। জ্যোতিষাচার্য হর্ষবর্ধন শাণ্ডিল্যের মতে এই রাশির জাতকদের এই সময়ে জীবনে চারিদিক থেকে লাভ দেখতে পাওয়া যাবে। কোন কোন রাশির কথা বলা হয়েছে জানুন...
১৮ আগস্ট ২০২৫-এ গ্রহ-নক্ষত্রের বিশেষ অবস্থান কিছু রাশির জন্য অত্যন্ত লাভজনক প্রমাণিত হতে চলেছে। জ্যোতিষাচার্য হর্ষবর্ধন শাণ্ডিল্য জানাচ্ছেন, এই দিন চন্দ্রদেব দুপুর ২:৪০ পর্যন্ত বৃষ রাশিতে অবস্থান করবেন, এরপর মিথুন রাশিতে প্রবেশ করবেন। মিথুনে এর আগেই বিরাজ করছেন শুক্র ও বৃহস্পতি—তাদের সঙ্গে চন্দ্রের যুগ্ম প্রভাব একাধিক রাশির জন্য দারুণ সুফল বয়ে আনবে। এ সময় সূর্য ও কেতু থাকবেন সিংহ রাশিতে, মঙ্গল থাকবেন কন্যায়, রাহু কুম্ভে, শনি মীন রাশিতে। আসুন জেনে নিই, কোন রাশিগুলির জন্য আজকের দিন হবে বিশেষভাবে শুভ।
advertisement
মেষ রাশি: মেষ রাশির জাতকদের জন্য দিনটি শুরু হবে আর্থিক সুখ-সমৃদ্ধি ও পারিবারিক আনন্দ দিয়ে। সকালে চন্দ্রদেব থাকবেন দ্বিতীয় ঘরে অর্থাৎ ধন ও পরিবার সংক্রান্ত স্থানে, যা অর্থপ্রাপ্তি এবং পারিবারিক শান্তি নিশ্চিত করবে। দুপুরের পর চন্দ্রদেব মিথুনে গমন করে তৃতীয় ঘরকে সক্রিয় করবেন—যার ফলে আপনার কথাবার্তায় দৃঢ়তা আসবে এবং কাজের ক্ষেত্রে নতুন সুযোগের দরজা খুলে যাবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement