Smuggling: 'টার্গেট' ছিল বাংলাদেশে পাচার! তার আগে দুই ব্যক্তির কাছ থেকে পুলিশ যা পেল, ভাবতে পারবেন না
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
Smugglers- বাংলাদেশ পাচারের আগে হেরোইন-সহ গ্রেফতার দুই ব্যক্তি। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার লালগোলা থানা এলাকায়।
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: বাংলাদেশ পাচারের আগে হেরোইন-সহ গ্রেফতার দুই ব্যক্তি। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার লালগোলা থানা এলাকায়। লালগোলা থানার দক্ষিণ লতিবেরপাড়া এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ১ কেজি ৫০ গ্রাম হেরোইন সহ দুই যুবকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, ধৃত হেরোইন কারবারির নাম জাইদুর রহমান ও সাইদুর রহমান। এরা সম্পর্কে দুই ভাই। বাড়ি লালগোলা থানার দক্ষিন লতিবেরপাড়া এলাকায়। বৃহস্পতিবার গোপন সুত্রে খবর পেয়ে লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাসের নেতৃত্ব পুলিশের একটি টিম লালগোলার দক্ষিণ লতিবেরপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়। বাড়িতে তল্লাশি চালিয়ে ১ কেজি ৫০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। তারপর জাইদুর রহমান ও সাইদুর রহমান নামে দুই জনকে গ্রেফতার করে পুলিশ।
advertisement
ভগবানগোলার এসডিপিও বিমান হালদার জানান, একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ১ কেজি ৫০ গ্রাম হেরোইন সহ দুই জনকে গ্রেফতার করে পুলিশ। এই হেরোইন বাংলাদেশে পাচারের পরিকল্পনা করা হয়েছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানাযায়।
advertisement
আরও পড়ুন- দিঘায় ভয়ঙ্কর উলটপুরাণ…! পুজোর মরশুমে আচমকা কী হল সৈকতে? কাতারে কাতারে মানুষ ছুটছে
ধৃতকে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুরের এনডিপিএস আদালতে তোলা হবে আজ বলে জানাযায় পুলিশ সুত্রে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না এছাড়া হেরোইনগুলো কোথায় থেকে নিয়ে এসেছিল এবং কোথায় পাচার করার উদ্দেশ্য ছিল তার তদন্ত করে দেখছে লালগোলা থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 26, 2025 8:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Smuggling: 'টার্গেট' ছিল বাংলাদেশে পাচার! তার আগে দুই ব্যক্তির কাছ থেকে পুলিশ যা পেল, ভাবতে পারবেন না