Black Thread Astro Tips: কোমরে কালো সুতো পরলে আদৌ কি বিপদ কাটে? নাকি রয়েছে বিশেষ কোনও কারণ...! কী বলছেন জ্যোতিষী?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Black Thread Astro Tips: কখনও কি ভেবে দেখেছেন কেন কোমরে কালো সুতো বাঁধা হয়? উন্নাওয়ের জ্যোতিষী পন্ডিত ঋষিকান্ত মিশ্র শাস্ত্রীর কাছ থেকে জেনে নেওয়া যাক কোমরে কালো সুতো বাঁধার উপকারিতা।
advertisement
advertisement
advertisement
advertisement
এই অশুভ শক্তির হাত থেকে রক্ষা পেতে কোমরে কালো সুতো বেঁধে দেওয়া হয়। তবে আপনি ইচ্ছা করলে শরীরের যে কোনও অংশে কালো সুতো বেঁধে দিতে পারেন। শাস্ত্রমতে এর কিছু চিকিৎসা সুবিধাও রয়েছে৷ কালো সুতো মেরুদন্ডের মজ্জা (তরল) বজায় রাখতে সাহায্য করে। যা মেরুদণ্ড সংক্রান্ত সমস্যা এবং পিঠের নিচের দিকে ব্যথা প্রতিরোধ করে। এ ছাড়া কোমর পরা নাভি পিছলে যাওয়ার ভয়ও দূর করে।
advertisement
জ্যোতিষী পন্ডিত জানিয়েছেন, কোমরে সুতো বা কোমরবন্ধ পরার প্রথা রয়েছে বহুদিন থেকে। বিশেষ করে শিশুরা। এটা বিশ্বাস করা হয় যে কোমরের চারপাশে পরা কালো সুতো শুধুমাত্র খারাপ নজর থেকে রক্ষা করে না, শরীরে ইতিবাচক শক্তিও জোগায়। একই সময়ে, তন্ত্রশাস্ত্র অনুসারে, কালো সুতো নেতিবাচক শক্তি শোষণ করে এবং পরিধানকারীকে এটি থেকে রক্ষা করে।
advertisement


