Aries Love and Relationship 2024: ২০২৪ সালে মেষ রাশির প্রেমজীবন কেমন কাটবে? বিশদে জেনে নিন কী বলছে জ্যোতিষশাস্ত্র
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Aries Love Horoscope Horoscope 2024: দেখে নেওয়া যাক, মেষ রাশির প্রেমজীবন নিয়ে কী জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র।
শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরটা কীভাবে কাটবে, সেটা জানার আগ্রহ সকলের মনেই থাকে। অর্থাৎ কাজ, কেরিয়ার, আর্থিক ও স্বাস্থ্যগত দিক থেকে জীবন কেমন যাবে, সেটা নিয়ে কৌতূহল তো থাকেই। ঠিক সেরকম ভাবেই প্রেম কিংবা সম্পর্কের দিক থেকেও বছরটা কেমন যাবে, সেটাও সমান ভাবে জানা জরুরি। দেখে নেওয়া যাক, মেষ রাশির প্রেমজীবন নিয়ে কী জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র।
advertisement
advertisement
জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত আকর্ষণ: অগাস্টের দিকে বৃহস্পতি-মঙ্গলের এনার্জি প্রেমজীবনে উদ্যমের সঞ্চার ঘটাবে। মস্তিষ্ক এবং মনের মধ্যে সুন্দর ভারসাম্য থাকবে। সঙ্গীকে সময় দিয়ে তাঁর প্রতি অনুভূতি প্রকাশ করতে হবে। এমনকী প্রেমের সম্পর্কের উন্নতিও হবে। বুধ-শুক্রের সংযোগে অক্টোবর নাগাদ ভালবাসার সম্পর্ক এক আলাদা মাত্রায় পৌঁছবে। নভেম্বর নাগাদ নতুন সুযোগ আসবে। তবে তার আগে আতঙ্ক আর নিরাপত্তাহীনতা মন থেকে দূর করতে হবে।
advertisement
জ্যোতিষশাস্ত্রের পাওয়ার কাপল: শুক্রের উপর মঙ্গলের প্রভাবে ডিসেম্বরে জীবনে ইতিবাচকতা আর সম্প্রীতি আসবে। আকস্মিক ভাবে মধ্যমণি হয়ে উঠতে পারেন। আপনার উপর বিশেষ কারও নজর পড়তে পারে। দুরন্ত এবং তরতাজা প্রেমের অভিজ্ঞতা দিয়েই বছরটা শেষ হবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)