Vastu Tips: টাকার বৃষ্টি হবে! দূর হবে যাবতীয় দুশ্চিন্তা, শুধু মেনে চলুন বাস্তুশাস্ত্রের এই ৫ নিয়ম
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
আপনার ভাগ্যও রাতারাতি সুপ্রসন্ন হতে পারে। কিছু মানুষ হাড়ভাঙা পরিশ্রম করেন বটে, কিন্তু, খুব কাছে এসেও সাফল্য তাঁকে ধরা দেয় না৷ এমন পরিস্থিতিতে নির্দিষ্ট কিছু বাস্তু নিয়ম মেনে চললে জীবনের মান উন্নত হয়৷ সেগুলোই বলছেন তিরুপতির জ্যোতিষী এবং বাস্তু পরামর্শদাতা ডঃ কৃষ্ণ কুমার ভার্গব
সংসারের সুখ-সমৃদ্ধিতে বাস্তুর গুরুত্ব অপরিসীম। দৈনন্দিন জীবনে বাস্তুর কিছু বিষয় মাথায় রাখলে সংসারের বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে যেতে পারে। বাস্তুর এই নিয়মগুলি মেনে চললে বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হয়৷ আপনার ভাগ্যও রাতারাতি সুপ্রসন্ন হতে পারে। কিছু মানুষ হাড়ভাঙা পরিশ্রম করেন বটে, কিন্তু, খুব কাছে এসেও সাফল্য তাঁকে ধরা দেয় না৷ এমন পরিস্থিতিতে নির্দিষ্ট কিছু বাস্তু নিয়ম মেনে চললে জীবনের মান উন্নত হয়৷ সেগুলোই বলছেন তিরুপতির জ্যোতিষী এবং বাস্তু পরামর্শদাতা ডঃ কৃষ্ণ কুমার ভার্গব।
advertisement
ভগবান কুবের সমৃদ্ধি এবং সুখের প্রতীক৷ তিনি বাড়ির উত্তর-পূর্ব দিকে অবস্থান করেন। তাই বাড়ির উত্তর-পূর্ব দিকে রাখুন কুবের যন্ত্র। এতে ভাগ্য উজ্জ্বল হবে এবং সংসার অর্থে পরিপূর্ণ হবে। বাড়ির উত্তর-পূর্ব কোণে কোনও ভারী আসবাবপত্র বা জুতোর তাক রাখবেন না। এতে সংসারে কোনওদিন অর্থাগম হবে না৷ অশান্তির পরিবেশ বিরাজ করবে৷
advertisement
advertisement
advertisement
দুর্ভাগ্য থেকে পরিত্রাণ পেতে চাইলে প্রতিদিন বাড়ির বারান্দায় একটি মাটির পাত্রে পাখিদের জন্য খাবার এবং জল রেখে দিন। এতে জীবনের সমস্যা ধীরে ধীরে দূরীভূত হয় এবং দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়। পাশাপাশি, বাড়ির বাইরে পশুদের জন্যও খাবার ও জলের ব্যবস্থা করতে হবে। যেখানে খাবার ও জল রাখা থাকবে, সেই জায়গাটা ভালভাবে পরিষ্কার করতে হবে।
advertisement
advertisement









