আদিবাসীদের কী বার্তা? আজ ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী

Last Updated:

এ দিন ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্তাপন করবেন মমতা৷ এছাড়াও একাধিক সরকারি প্রকল্পের ঘোষণা করবেন তিনি৷ বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী৷

#ঝাড়গ্রাম: আজ ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়৷ পঞ্চায়েত ভোটের পর এটাই মুখ্যমন্ত্রীর প্রথম জঙ্গলমহল সফর৷ বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী৷
এ দিন ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্তাপন করবেন মমতা৷ এছাড়াও একাধিক সরকারি প্রকল্পের ঘোষণা করবেন তিনি৷ বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী৷ লিখেছেন, 'আমাদের সরকার প্রতিটি ক্ষেত্রে আদিবাসী উন্নয়ন ঘটিয়েছে৷ জাতি, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে উঠে আমরা প্রত্যেকটি নাগরিকের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ৷'
খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামের সরকারি অনুষ্ঠানে আদিবাসীদের যে বার্তা দেবেন সেই সুরই অন্যান্য জেলায় ব্লক স্তর পর্যন্ত ছড়িয়ে দেওয়া হবে৷ এ ছাড়াও বিভিন্ন জেলায় আদিবাসী-প্রধান অঞ্চলে সরকারি বদান্যতায় অনুষ্ঠান হচ্ছে। শাসকদলের বিধায়ক-সাংসদরা তাতে যোগ দেবেন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আদিবাসীদের কী বার্তা? আজ ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement