উর্ধ্বাঙ্গ অনাবৃত রেখে রাস্তায় নামলেন প্রতিবাদী মার্কিন নারী-পুরুষরা

Last Updated:
#ওয়াশিংটন: সমান অধিকারের দাবিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক শহরে উর্ধ্বাঙ্গ নঙ্গ করে হাঁটলেন শতাধিক মহিলা ৷ ওয়াশিংটন থেকে একাধিক শহরে ঘটল এই প্রতিবাদ ৷
এই মিছিলে কিছু পুরুষও তাঁদের সঙ্গে উর্ধ্বাঙ্গে কোনও পোশাক না পরে হাঁটেন ৷ সামাজিক জীবন ও কর্মক্ষেত্র শুধুমাত্র ‘মহিলা’ হওয়ার জন্য তাঁদের একাধিক বৈষম্যের শিকার হতে হয় ৷ তারই প্রতিবাদে ছিল এই পদক্ষেপ ৷ তাঁদের বার্তা ছিল শারীরিক গঠনে কিছু পার্থক্য থাকার জন্য কেন এই দ্বিচারিতার শিকার তাদের হতে হবে ৷
advertisement
‘গো টপলেস ’ ক্যাম্পেনে এদিন ২০ টি শহরে আয়োজিত হয়েছিল প্রতিবাদ ৷ যদিও এবার আমেরিকা থেকে এই বিদ্রোহ অন্য দেশেও ছড়িয়ে দিতে চাইছেন আয়োজকরা ৷ জার্মানি, কানাডা, চিলি , কলম্বিয়াতে এই ধরণের মুভমেন্ট হবে ৷
advertisement
আমেরিকার নিউইয়র্ক প্রথম শহর হিসেবে এই নীতি পাস করা হয়, যে মহিলারা সন্তানকে প্রকাশ্যে দুধ পান করাতে পারবেন ৷ এই প্রতিবাদে অংশ নেওয়া মহিলারা এও জানিয়েছেন, লিঙ্গবৈষম্য দূর করতে এই পথ নিয়েছি ৷ এটাই বোঝাতে চাই নগ্নতা আর যৌনতা কখনই এক নয় ৷ মহিলাদের শারীরিক সৌন্দর্যকে প্রশংসা করতে তাঁকে ছোট করতে হয় না ৷ না মানে না৷ ’’
advertisement
Photo Courtesy : Alberto Ryees Photo Courtesy : Alberto Ryees
প্রতিবছরই এই প্রতিবাদ আয়োজন হয় ৷ আয়োজকদের মত সমাজের মত নিজের থেকে না বদলালে তা বদলে দিতে হয় ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
উর্ধ্বাঙ্গ অনাবৃত রেখে রাস্তায় নামলেন প্রতিবাদী মার্কিন নারী-পুরুষরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement